প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘আধুনিক রাবণ’ অ্যাখ্যা দিয়ে ফের বিতর্ক ছড়াল কংগ্রেস। তাদের দাবি, মোদীর ‘সোনার প্রাসাদ’ শেষ পর্যন্ত ধ্বংস হবে। জবাবে বিজেপির বক্তব্য, রাহুল গান্ধীর খোলা ‘মহব্বত কি দুকান’ (ভালবাসার দোকান)-এর কি এটাই নমুনা? না কি এরা ‘নফরত কি ভাইজান’ (ঘৃণার মনোভাবের পৃষ্ঠপোষক)?
সম্প্রতি কংগ্রেসের সভা থেকে প্রধানমন্ত্রীর মাকে উদ্দেশ করে করা মন্তব্যের জেরে কংগ্রেসের কড়া সমালোচনা করেছিল বিজেপি। এ বার দশেরার আবহে মোদীর সমালোচনা করতে গিয়ে দিল্লির কংগ্রেস নেতা উদিত রাজ বলেন, “প্রধানমন্ত্রী মোদী আধুনিক রাবণের প্রতীক। তিনি যে সোনার প্রাসাদ তৈরি করছেন তাতে প্রবেশ করার পরে দেখবেন সেই প্রাসাদ পুড়ে গিয়েছে।” সম্প্রতি শিবসেনার উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত বলেছিলেন, দিল্লির রাবণকে পোড়াতেই হবে। সেই প্রসঙ্গ টেনে উদিতের বক্তব্য, “রাউত যা বলেছেন, তা করার সময় এসেছে। প্রধানমন্ত্রী মোদী বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। কিছু দিনের মধ্যেই তাঁর লঙ্কায় আগুন লাগবে।”
লখনউয়ে প্রদেশ কংগ্রেস দফতরের বাইরে এই হোর্ডিং ঘিরেই বিতর্ক। ছবি: পিটিআই।
দশেরায় মোদীর কড়া সমালোচনা করেন রাউত। তিনি বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দল ক্ষমতায় আসার পর থেকে অনেক রাবণের জন্ম হয়েছে। সত্য বলার সাহস আছে, এমন লোক কমেছে। রামের আদর্শ লোপ পাচ্ছে। রাহুল গান্ধীর হাতে একটি মশাল রয়েছে। আমরা দিল্লির রাবণকে পোড়াব।” তাঁর মতে, ভোটচুরির জন্য চোরবাজারের নাম মোদী বাজার হওয়া উচিত।
বিজেপি মুখপাত্র শেহজ়াদ পুণাওয়ালার এ প্রসঙ্গে পাল্টা বক্তব্য, “সম্প্রতি তেলঙ্গানার এক কংগ্রেস বিধায়ক প্রভু রামকে অপমান করেন। আজ উদিত রাজ সীমা অতিক্রম করলেন। এটা মহব্বত কি দুকান না নফরত কি ভাইজান।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)