Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ওয়েবসাইট হ্যাকড বিড়ম্বনায় বিজেপি

পাকিস্তানে বায়ুসেনার অভিযানের পর থেকে প্রধানমন্ত্রী দেশের নানা প্রান্তে ঘুরে ঘুরে হুঙ্কার ছাড়ছেন, ‘‘ঘরে ঢুকে মারব।’’ কিন্তু এ যে তাঁরই দলের ঘরে ঢুকে হামলা হয়ে গেল! পুরোদস্তুর সার্জিকাল স্ট্রাইক! 

রাত পর্যন্ত বিজেপির ওয়েবসাইট খুললে এমনটাই দেখাচ্ছিল।

রাত পর্যন্ত বিজেপির ওয়েবসাইট খুললে এমনটাই দেখাচ্ছিল।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ০৪:১১
Share: Save:

ভাইয়ো অউর বহনো! গত পাঁচ বছর ধরে শুনতে শুনতে ‘প্রিয়’ হয়ে ওঠা এই কথাতেও কি চমকে ওঠেন বিজেপি নেতারা? আজ কিন্তু সেই অঘটনটিই ঘটল!

পাকিস্তানে বায়ুসেনার অভিযানের পর থেকে প্রধানমন্ত্রী দেশের নানা প্রান্তে ঘুরে ঘুরে হুঙ্কার ছাড়ছেন, ‘‘ঘরে ঢুকে মারব।’’ কিন্তু এ যে তাঁরই দলের ঘরে ঢুকে হামলা হয়ে গেল! পুরোদস্তুর সার্জিকাল স্ট্রাইক!

দুপুর বারোটা বাজতে তখনও আধ ঘণ্টা বাকি। বিজেপির মূল ওয়েবসাইটেই হামলা করল হ্যাকারের দল! নরেন্দ্র মোদী, অমিত শাহদের ছবি তখন উধাও। কোনও পাতাও খুলছে না। শুধু লেখা, ‘‘ভাইয়ো অউর বহনো…!’’ তার পর যা লেখা, তা কু-কথা। আর সেই সঙ্গে হুঁশিয়ারি— এমন আরও হবে। সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে দু’টি ‘মিম’। যার মধ্যে একটি আবার জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে করমর্দন করতে গিয়ে মোদীর বিড়ম্বনায় পড়ার টুকরো অংশ।

বিজেপি দফতরে তখন যুদ্ধের পরিবেশ। ফোন গেল কর্তাদের কাছে। দেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। গত পাঁচ বছর ধরে যিনি নরেন্দ্র মোদীর সঙ্গে সুর মিলিয়ে ‘ডিজিটাল ইন্ডিয়া’ নিয়ে ঢাক পিটিয়ে এসেছেন, আজ তাঁরও পরীক্ষা! বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের দায়িত্বে থাকা নেতা অমিত মালব্য ফোন করলেন রবিশঙ্করকে। মন্ত্রীও ছুটলেন দফতরে।

বিজেপিকে এ ভাবে বিপাকে পড়তে দেখে কংগ্রেস ছাড়বে কেন? রাহুল গাঁধীর দলের তথ্যপ্রযুক্তি সামলান দক্ষিণের অভিনেত্রী থেকে রাজনীতিতে আসা দিব্যা স্পন্দনা। তিনি সঙ্গে সঙ্গে টুইট করলেন, ‘‘ভাইয়ো অউর বহনো, এখনই যদি আপনারা বিজেপির ওয়েবসাইট না দেখেন, তা হলে মিস করবেন।’’ হ্যাক হওয়া বিজেপির ওয়েবসাইটের ছবির স্ক্রিনশট নিয়ে রাখলেন অনেকেই।

ঝড় উঠল সোশ্যাল দুনিয়ায়। কেউ বললেন, যাঁরা নিজেদের ওয়েবসাইটই সামলে রাখতে পারেন না, তাঁরা দেশ সামলাবেন কী? ভোট আসছে, অরবিন্দ কেজরীবালের দলের নেতা এই সুযোগে ফের ঝালিয়ে নিলেন ভোটযন্ত্র হ্যাক হওয়ার কথা। আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ দিল্লি বিধানসভায় ‘প্রমাণ’ করেছিলন, ইভিএম হ্যাক হওয়া সম্ভব। আজ তিনি বললেন, ‘‘যে তথ্যপ্রযুক্তির বিশেষজ্ঞরা দাবি করতেন ইভিএম হ্যাক করা যায় না, আজ দেখুন, নিজেদের ওয়েবসাইটই আক্রান্ত!’’ রবিশঙ্কর প্রসাদ আমতা আমতা করে বললেন, ‘‘মাত্র ৪-৫ সেকেন্ডের বিষয়। খুঁজছি কার কাণ্ড।’’ ৪-৫ সেকেন্ডের গুঁতো রাত পর্যন্ত সামলাতে পারল না বিজেপি! রাত পর্যন্ত ক্লিক করলে দেখা যাচ্ছে, পদ্মফুলের নীচে লেখা ‘‘আমরা শিগগিরই ফিরছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Samjhauta express India-Pakistan conflict Pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE