বারো বছর আগের টুইটকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে নিশানা করলেন বিজেপি নেতৃত্ব। পাশাপাশি বিহারে ভোট প্রচারের মধ্যেই রাহুল গান্ধীর মালয়েশিয়া যাওয়াকেও কটাক্ষ করতে ছড়েননি বিজেপি নেতারা। তাঁদের বক্তব্য ভোট প্রচার করে রাহুল ক্লান্ত। তাই বরাবরের মতোই বিদেশে ছুটিতে গিয়েছেন।
বারো বছর আগে এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ টুইট করে জানিয়েছিলেন, তিনি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে দলের হয়ে কাজ করতে শ্লাঘাবোধ করবেন। মনমোহনের ওই মন্তব্যকে কটাক্ষ করে আজ বিজেপির আইটি শাখার প্রধান অমিত মালবীয় বলেন, ‘‘বারো বছর আগে আমাদের দেশের পরিস্থিতি এমন ছিল যে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় রাহুলের হয়ে টুইট করতে বাধ্য হয়। যা আসলে কংগ্রেসের ব্যর্থতা ও অভ্যন্তরীণ বিভ্রান্তিকে তুলে ধরেছে।’’ বিজেপির মতে, ইউপিএ আমলে বকলমে গান্ধী পরিবারই যে সরকার চালাত তা বারংবার এ ধরনের একাধিক ঘটনার মাধ্যমে স্পষ্ট উঠে এসেছে। বিহার নির্বাচনের প্রচারের মধ্যে রাহুল গান্ধীর মালয়েশিয়া সফর নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি মালবীয়। তিনি বলেন, ‘‘বিহারের রাজনীতির গরম হাওয়া সহ্য করতে না পেরে কংগ্রেসের যুবরাজ আবার ছুটিতে। না কি কোনও গোপন বৈঠকে গিয়েছেন! সাধারণ মানুষ যখন বাস্তব সমস্যায় জর্জরিত, তখন রাহুল গান্ধী নিখোঁজ হয়ে সফরে ব্যস্ত।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)