পহেলগাম হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের অধিকাংশ পাকিস্তানের বলে গোড়া থেকেই দাবি করে আসছে নরেন্দ্র মোদী সরকার। গত কাল কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম ওই জঙ্গিদের পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করে তারা কাশ্মীরের বাসিন্দা হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন। ওই ঘটনার পর থেকেই চিদম্বরম তথা কংগ্রেস নেতৃত্ব পাকিস্তানকে ক্লিনচিট দিচ্ছেন বলে অভিযোগে সরব হয় বিজেপি।
তাৎপর্যপূর্ণ হল ওই ঘটনার প্রায় একশো দিনের মাথায় আজ সকালে শ্রীনগরের কাছে তিন জঙ্গি সংঘর্ষে নিহত হয়েছে। যাদের মধ্যে দু’জন পহেলগাম হামলার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তাদের মধ্যে পহেলগামের মূল চক্রী সুলেমান শেখ ছিল বলে দাবি পুলিশের। সে এক সময়ে পাকিস্তান সেনার সুবেদার ছিল বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে। স্বভাবতই বিষয়টি সামনে আসার পরে সরব হয়েছেন বিজেপি নেতারা। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, ‘‘কংগ্রেস পাকিস্তানের পক্ষে, জঙ্গিদের পক্ষে কথা বলবে সেটাই স্বাভাবিক।’’ আর চিদম্বরমের পাল্টা দাবি, তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে। আংশিক বাক্যকে তুলে মিথ্যাপ্রচার চালানো হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)