চলতি মাসে এগারো বছরে পা দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। তাই আগামী এক মাস ধরে সরকারের সাফল্য গোটা দেশে তুলে ধরার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন বিজেপি নেতৃত্ব।
আগামী ৫ জুন জরুরি অবস্থা জারির পঞ্চাশ বছর পূর্তি। সেই দিন প্রত্যেক জেলায় সম্মেলন, আলোচনাচক্রের আয়োজন করে জরুরি অবস্থার সময়ে কী ভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, তা তুলে ধরার জন্য দলকে নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি অবস্থার বিষয়টি তুলে ধরে কংগ্রেসকে একঘরে করার কৌশল বিজেপি নেতৃত্বের। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে প্রত্যেক জেলায় বৃক্ষরোপণের নির্দেশ দিয়েছে দল। সরকারের সাফল্যকে তুলে ধরে জেলায় জেলায় প্রদর্শনী, আলোচনাচক্র করতে বলেছে দল।
ঠিক হয়েছে, সরকারের সাফল্য তুলে ধরতে জুনের প্রথম সপ্তাহে (৭ বা ৮ জুন) সাংবাদিক বৈঠক করবেন বিজেপি সভাপতি জে পি নড্ডা। ৯ জুন প্রতিটি রাজ্যে ও পরের দু’দিনে জেলা স্তরে দলকে সরকারের কর্মকাণ্ডগুলি তুলে ধরে সাংবাদিক বৈঠকের আয়োজন করতে বলা হয়েছে। প্রতিটি শহরে, পাড়া ও গ্রামে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে সঙ্কল্প নিতে বলা হয়েছে। এ ছাড়া প্রতিটি বিধানসভা এলাকায় এক বা একাধিক অস্থায়ী কেন্দ্র খোলার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি প্রকল্পের মাধ্যমে কী ভাবে সুবিধা মিলবে, তার পথনির্দেশ ওই কেন্দ্রগুলি থেকে দিতে বলা হয়েছে। আয়ুষ্মান যোজনার সুফল যাতে প্রত্যেকে পান, তাই আগামী এক মাস বাড়ি বাড়ি গিয়ে ওই প্রকল্পের জন্য নাম নথিভুক্তের নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)