Advertisement
E-Paper

‘বিদেশেও নিরাপত্তারক্ষী নেন না, কী লুকোতে চান!’

কংগ্রেসের এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে সরকার পক্ষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ তাঁর জবাবি ভাষণে বলেন, ‘‘রাহুল গাঁধীর জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল। কিন্তু, তিনি এসপিজি’র কোনও পরামর্শ শোনেননি।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৭ ১৩:১৪
রাজনাথ সিংহ।— ফাইল চিত্র।

রাজনাথ সিংহ।— ফাইল চিত্র।

রাহুল গাঁধী অভিযোগ করেছিলেন, পরিকল্পিত ভাবে তাঁর গাড়িতে হামলা চালিয়েছিল বিজেপি-আরএসএসের কর্মীরা। এ বার সেই অভিযোগ তুলে সংসদ সরব হল কংগ্রেস। মঙ্গলবার সংসদের উভয় কক্ষে এই অভিযোগ তোলেন দলীয় সাংসদেরা।

মঙ্গলবার রাহুল গাঁধীর গাড়িতে হামলার প্রসঙ্গটি লোকসভায় প্রথম উত্থাপন করেন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ‘‘রাজনৈতিক ভাবে কংগ্রেসকে মোকাবিলা করতে পারছে না বিজেপি। তাই এ বার হিংসার পথে চলছে তারা।’’

যদিও কংগ্রেসের এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে সরকার পক্ষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ তাঁর জবাবি ভাষণে বলেন, ‘‘রাহুল গাঁধীর জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল। কিন্তু, তিনি এসপিজি’র কোনও পরামর্শ শোনেননি।’’ এমনকী, সে দিন রাহুল বুলেট প্রুফ গাড়িও নেননি বলে লোকসভায় দাবি করেন রাজনাথ। লোকসভায় রাজনাথ জানান, রাহুল এ পর্যন্ত ৬ বার ৭২ দিনের জন্য দেশের বাইরে ছিলেন, কোনওবারই তিনি এসপিজি সুরক্ষা নেননি। এ ভাবে তিনি নিজেই নিজেকে ঝুঁকির মধ্যে ঠেলে দেন বলেও দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।তাঁর প্রশ্ন, কী লুকোনোর জন্য এসপিজি সুরক্ষা নেন না কংগ্রেস সহ সভাপতি?


আক্রান্ত: বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে পাথরের ঘায়ে ভাঙে রাহুল গাঁধীর গাড়ির কাচ। যে ইস্যুতে আজ উত্তাল হল সংসদ।— ফাইল ছবি।

আরও পড়ুন: বাঘেলা নেই, এনসিপি অনিশ্চিত, পটেল জিতবেন তো?

গত শুক্রবার বিজেপি-শাসিত গুজরাতে বন্যা-দুর্গতদের দেখতে গিয়েছিলেন রাহুল গাঁধী। সেখানেই বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। এমনকী, তাঁর কনভয় লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে হামলাকারীরা। এই ঘটনায় রাহুলের কিছু না হলেও আহত হন তাঁর দেহরক্ষী। শুক্রবারের সেই ঘটনার পর থেকেই ফুঁসছিলেন কংগ্রেস নেতারা। বিজেপি বিরোধী আন্দোলনকে গতি দিতে এ বার সেই হামলাকেই হাতিয়ার করল তারা।

আরও পড়ুন: মায়াকে চাপে ফেলতে নতুন মঞ্চ দলিতদের

শুক্রবার হামলার পর এ দিনই সংসদের প্রথম দিন ছিল। সোমবার রাখি উপলক্ষে সংসদে ছুটি ছিল। প্রত্যাশা মতোই বিষয়টি নিয়ে সরব হয় কংগ্রেস। তাঁদের বিক্ষোভে দফায় দফায় মুলতুবি হয়ে যায় সংসদের উভয় কক্ষের অধিবেশন।

Parliament Monsoon Session Rahul Gandhi BJP Parliament Rajya Sabha Lok Sabha Gujarat Rajnath Singh রাহুল গাঁধী রাজনাথ সিংহ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy