আলফা ও এনএসসিএন খাপলাং বাহিনীর জঙ্গিরা উজানি অসম-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় নাশকতার ছক কষছে। গত কাল তিনসুকিয়ার কাকোপথার থানায় আরপিজি ও এ কে ৪৭ রাইফেল নিয়ে হামলার পিছনেও তাদের হাত ছিল। আজ ৬৭-তম অসম পুলিশ দিবসে এ কথা জানান রাজ্য পুলিশের ডিজি খগেন শর্মা। আলফা-খাপলাং-কেএলও যৌথ মঞ্চের জঙ্গিরা উজানি অসমে ঢুকেছে খবর পাওয়ার পরও তাদের রুখতে না পারা ও থানায় হামলা হওয়ার ঘটনায় গোয়েন্দা বিভাগ ও পুলিশের সমন্বয়ে ব্যর্থতার দিকটি প্রকট হয়ে পড়েছে। ডিজি দাবি করেন, পুলিশ যথেষ্ট সতর্ক রয়েছে। পাল্টা গুলি চালানোতেই জঙ্গিরা পালায়। এ দিন পুলিশ দিবসের গোটা অনুষ্ঠানটি ড্রোন-এর মাধ্যমে রেকর্ড করা হয়েছিল। ডিজি জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় চালকবিহীন ওই বিমান ব্যবহার করা যেতে পারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy