সত্যি হল আশঙ্কাই। উত্তরাখণ্ডের ‘নন্দাদেবী পূর্ব’ পর্বতশৃঙ্গ লাগোয়া অন্য একটি পাহাড়চূড়ার কাছেই পাঁচ জন পর্বতারোহীর দেহ আজ দেখা গেল বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে।
‘নন্দাদেবী পূর্ব’ অভিযানে যাওয়া ব্রিটেন, আমেরিকা ও অস্ট্রেলিয়ার সাত পর্বতারোহী এবং তাঁদের সঙ্গে থাকা ভারতীয় লিয়েজ়ঁ অফিসার চেতন পাণ্ডের খোঁজ নেই গত ২৬ মে থেকে। পিথোরাগড়ের জেলাশাসক বিজয়কুমার জোগদান্ডে গত কালই জানিয়ে দিয়েছিলেন, ওই আট জন তুষারধসের কবলে পড়েছেন বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা যে ক্ষীণ, স্বীকার করে নিয়েছিলেন তা-ও। আজ হেলিকপ্টার থেকে দেখতে পাওয়া দেহগুলি ওই দলেরই পাঁচ সদস্যের বলে কার্যত নিশ্চিত প্রশাসন।
কাল নন্দাদেবী বেস ক্যাম্প থেকে উদ্ধার হওয়া চার ব্রিটিশ পর্বতারোহী বলেছিলেন, নন্দাদেবী পূর্ব লাগোয়া অন্য একটি পর্বতশৃঙ্গ চড়তে এগোচ্ছিলেন ওই আট জন। অন্তত তেমনই তাঁরা জানতেন। আগে কেউ ওঠেনি অন্য পর্বতশৃঙ্গটিতে। জেলাশাসক জোগদান্ডে আজ জানান, চার পর্বতারোহীর কথার সূত্র ধরে নজরদারি চালানোর পরে ওই অনামী শৃঙ্গটির কাছেই দেখা গিয়েছে পাঁচটি দেহ। মনে করা হচ্ছে, দেহগুলি ব্রিটিশ পর্বতারোহী মার্টিন মোরানের নেতৃত্বাধীন দলটির সদস্যদেরই। নন্দাদেবী পূর্বে সম্ভবত চড়তে পারেননি তাঁরা। তখন অন্য শৃঙ্গটিতে চড়ার চেষ্টা করছিলেন। ধরে নেওয়া যায়, এই সময়েই তাঁরা তুষারধসের কবলে পড়েন। জেলাশাসক বলেন, ‘‘আমরা কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট পাঠাচ্ছি। নির্দেশ এলে সেই অনুযায়ী পরবর্তী উদ্ধারকাজ চলবে। ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন ও রাজ্য বিপর্যয় মনোকাবিলা বাহিনীর বিশেষজ্ঞ দলের পাশাপাশি আমাদের দু’টি সন্ধানী দল বেস ক্যাম্পের কাছাকাছি রয়েছে।’’ মুন্সিয়ারির মহকুমাশাসক জানান, বায়ুসেনা ও বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে তল্লাশি অভিযান চালাবে ভারত-তিব্বত সীমান্ত পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দু’টি দল।