অসমের দরংয়ে এক পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধারের ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে। সিপাঝড় থানা এলাকার নারীকালী মন্দিরসংলগ্ন এলাকায় একটি বাড়ি থেকে তিন জনের দেহ উদ্ধার হয়ছে। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন দীপক নাথ, তাঁর স্ত্রী প্রতিমা এবং পুত্র ধৃতিরাজ।
পুলিশ সূত্রে খবর, দীপকের দেহ উদ্ধার হয় বাড়ির পাঁচিলের কাছে। তাঁর দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। দীপকের স্ত্রীর দেহ উদ্ধার হয়েছে ঘরের ভিতরে। তাঁর গলার নলি কাটা ছিল। তাঁদের ১৩ বছরের পুত্র ধৃতিরাজের দেহও ঘর থেকে উদ্ধার হয়েছে। তার দেহ দু’টুকরো অবস্থায় উদ্ধার হয়েছে। এমন দৃশ্য দেখে শিউরে উঠেছেন এলাকাবাসীরা।
আরও পড়ুন:
দীপকদের প্রতিবেশীরা জানিয়েছেন, সকাল থেকে তাঁদের কোনও সাড়াশব্দ পাচ্ছিলেন না। আত্মীয়েরা বার বার ফোন করে না পেয়ে পড়শিদের খবর নিতে বলেন। তখন পড়শিদের এক জন দীপকদের বাড়িতে ঢুকতেই আঁতকে ওঠেন। দেখেন বাড়ির পাঁচলের গা ঘেঁষে পড়ে রয়েছেন দীপক। তখন ওই পড়শি আশপাশের লোকজনকে ডাকেন। ঘরে ঢুকতেই তাঁরা দেখেন দীপকের স্ত্রী এবং পুত্রের দেহ পড়ে রয়েছে। খবর দেওয়া হয় পুলিশে।
দরংয়ের অতিরিক্ত পুলিশ সুপার রোজ়ি তালুকদার জানিয়েছেন, দাপকের আত্মীয়েরা বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের দেহ দেখতে পান। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দীপকের স্ত্রী এবং পুত্রকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে।