ঝাড়খণ্ডের গিরিডি জেলার পাহাড়ি জঙ্গল থেকে দুই মহিলার দেহ উদ্ধারে হুলস্থুল পড়ে গিয়েছে। দুই মহিলা একই এলাকার। শুধু তা-ই নয়, তাঁরা পরস্পরের প্রতিবেশী। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি মৃতদের এক জনের প্রেমিক ছিলেন।
পুলিশ সূত্রে খবর, মৃত দুই মহিলার নাম সোনি দেবী এবং রিঙ্কু দেবী। তাঁরা নিমাধি গ্রামে বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে দু’জনকেই শ্বাসরোধ করে মারা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সোনি দেবীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল পাশের খারসান গ্রামের বাসিন্দা শ্রীকান্ত চৌধরির সঙ্গে।
দীর্ঘ দিন ধরেই সোনি এবং শ্রীকান্তের সম্পর্ক ছিল। বছর দুয়েক আগে এই সম্পর্ককে কেন্দ্র করে ব্যাপক অশান্তি হয়। পঞ্চায়েত সালিশি সভা ডেকে সোনি এবং শ্রীকান্তকে হুঁশিয়ারি দেয়। শ্রীকান্তকে এক লক্ষ সাত হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু তার পরেও সোনি এবং শ্রীকান্তের মধ্যে সম্পর্ক ছিল। সোনির পরিবারের অভিযোগ, গত কয়েক দিন ধরেই শ্রীকান্ত হুমকি দিচ্ছিলেন, কথা বন্ধ করলে খুন করবেন সোনিকে। গত বৃহস্পতিবার প্রতিবেশী মহিলা রিঙ্কুকে নিয়ে জঙ্গলে পাতা সংগ্রহে গিয়েছিলেন সোনি দেবী। তার পর থেকেই দু’জনের আর কোনও খোঁজ মেলেনি। সোনির পরিবার পুলিশে একটি অভিযোগ দায়ের করেন শ্রীকান্তের নামে। সেই অভিযোগের ভিত্তিতে শ্রীকান্তকে রবিবার আটক করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই আসল ঘটনা প্রকাশ্যে আসে। তাঁর কথার সূত্র ধরে পাহাড়ি জঙ্গল থেকে সোনি এবং রিঙ্কুর দেহ উদ্ধার হয়।