Advertisement
E-Paper

‘বিশ্বাসই করতে পারছি না এমনটা হতে পারে! অপরাধীরা শাস্তি পাবেই’

কাঠুয়ায় আট বছরের ছোট্ট মেয়েটিকে যে ভাবে নির্যাতন চালিয়ে খুন করা হয়েছে, তা নিয়ে গত ক’দিন ধরেই উত্তপ্ত গোটা দেশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৮ ০৩:২৩
অনুষ্কা শর্মা ও আলিয়া ভট্ট

অনুষ্কা শর্মা ও আলিয়া ভট্ট

কাঠুয়া গণধর্ষণ এবং খুন নিয়ে সরব রূপোলি জগৎ। তাঁদের সঙ্গে গলা মেলালেন ক্রীড়াবিদদের একাংশও।

কাঠুয়ায় আট বছরের ছোট্ট মেয়েটিকে যে ভাবে নির্যাতন চালিয়ে খুন করা হয়েছে, তা নিয়ে গত ক’দিন ধরেই উত্তপ্ত গোটা দেশ। গোড়ার দিকে চুপ থাকলেও গত কাল অভিনেত্রী সোনম কপূর টুইটারে লেখেন, ‘‘ভুয়ো ভারতীয় এবং ভুয়ো হিন্দুদের জন্য আমি লজ্জিত, হতভম্ব। আমার দেশে এমনটা হতে পারে, বিশ্বাস হচ্ছে না!’’ অভিনেতা বরুণ ধওয়ান টুইট করেন, ‘‘ছোট্ট শিশুটির বিচারের জন্য আমাদের সকলকে লড়তে হবে। এই ঘটনা বারেবারে হতে দেওয়া যায় না।’’ বরুণের সুরেই গর্জে উঠেছেন আলিয়া ভট্ট। তাঁর মন্তব্য, ‘‘বিশ্বাসই করতে পারছি না এমনটা হতে পারে!’’ অপরাধীরা শাস্তি পাবেই— আশাবাদী আলিয়া। চুপ থাকেননি অনুষ্কা শর্মাও। টুইটারে দোষীদের কঠোর সাজা চেয়ে সরব তিনি। বিচার চেয়ে শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছেন সঞ্জয় দত্তও। পাশাপাশিই উত্তরপ্রদেশের উন্নাওয়ের ঘটনাকে জুড়ে জাভেদ আখতারের টুইট, ‘‘উন্নাও এবং কাঠুয়ার ধর্ষণকারী এবং তাদের যারা বাঁচাতে চায়, তাঁদের বিরুদ্ধে সকলকে গর্জে উঠতে হবে।’’ একই ভাবে মুখ খুলেছেন রীতেশ দেশমুখ, অনিল কপূর, কঙ্কনা সেনশর্মাও।

প্রতিবাদের সুর শোনা গিয়েছে ক্রিকেটার গৌতম গম্ভীর, টেনিস তারকা সানিয়া মির্জার মতো অনেকের গলাতেই। তবে প্রতিবাদের এই সুরে বীরেন্দ্র সহবাগের গলা মেলানোকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলছেন। সহবাগের একাধিক টুইটের পিছনে গেরুয়া রং দেখেছেন বিরোধীরা। সেই সহবাগ এ বার মেয়েটির উপর অত্যাচারকে ‘মনুষ্যত্বের খুন’ বলে চিহ্নিত করেছেন।

কাঠুয়া এবং উন্নাওয়ের ঘটনার প্রতিবাদে টুইটারে তৈরি হয়েছে নতুন পেজও। হ্যাশট্যাগ জাস্টিস ফর আসিফা, হ্যাশট্যাগ উন্নাও, হ্যাশট্যাগ কাঠুয়া পেজে নিন্দায় সরব প্রতিবাদীরা।

Alia Bhatt Anushka Sharma Bollywood Gautam Gambhir Asifa Bano rape case video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy