Bollywood personalities meet PM NarendraModi in Thursday dgtl
মোদীকে ‘জাদু কি ঝাপ্পি’ রণবীর সিংহের
প্রধানমন্ত্রীর সঙ্গে বলিউডের কলাকুশলীদের নিজস্বী গতকাল প্রকাশিত হয়েছে নেট দুনিয়ায়। যা ইতিমধ্যেই ভাইরাল।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৯ ১০:৩২
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলিঙ্গনরত অবস্থায় রণবীর সিংহ। ছবি রণবীরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।
‘উরি’ এবং ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ একই সঙ্গে মুক্তি পাচ্ছে আজ, শুক্রবার। তার আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন বলিউডের একঝাঁক কলাকুশলী। রাতে রাজধানীতেতে ‘দ্য অ্যাক্সিজেন্টাল প্রাইম মিনিস্টার’-এর বিশেষ শো দেখতে যান বিজেপির নেতা-মন্ত্রীরা। প্রধানমন্ত্রীর সঙ্গে বলিউডের কলাকুশলীদের নিজস্বী গতকাল প্রকাশিত হয়েছে নেট দুনিয়ায়। যা ইতিমধ্যেই ভাইরাল।
প্রধানমন্ত্রীর সঙ্গে সেই গ্রুপ নিজস্বীকে দেখা গিয়েছে, রণবীর সিংহ, সিদ্ধার্থ মলহোত্র, বরুন ধওয়ন, আয়ুষ্মান খুরানা, রণবীর কপূর, আলিয়া ভট্ট, ভিকি কৌশল, একতা কপূর, কর্ণ জোহর ও রোহিত শেট্টি-সহ একঝাঁক বলিউড তারকাকে।
কিছুদিন আগে সিনেমার টিকিটে জিএসটি কমানোর আর্জি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন বলিউডের প্রতিনিধিদল। সে আর্জি আগেই পূরণ হয়েছে। তবে সে বারের প্রতিনিধিদলে কোনও মহিলা ছিল না বলে বিতর্ক হয়েছিল। বৃহস্পতিবার সে অভাব আর রইল না।
এই গ্রুপ নিজস্বী ছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে আলিঙ্গনের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন রণবীর সিংহ। সেই ছবিতে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘জাদু কি ঝাপ্পি!’ সেই ছবি ইতিমধ্যেই হিট। ১০ ঘণ্টার মধ্যে ২০ লক্ষেরও বেশি লাইক পড়েছে সেই ছবিতে।