Advertisement
২১ মে ২০২৪

টিডিপি বিক্ষোভে অস্বস্তি বিজেপির

গত তিন সপ্তাহ ধরে বিজেপি-বিরোধী আক্রমণ আরও তীব্র করেছেন চন্দ্রবাবু নায়ডু। ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন, আর্থিক প্যাকেজ না পেলে জোট ছাড়ার পথেও হাঁটতে পারেন।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৮ ০২:৫৬
Share: Save:

শিব থেকে কৃষ্ণ।

মাথায় জটা নিয়ে শিব সেজে সংসদে আসতেন তিন সপ্তাহ আগে। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই সংসদে কৃষ্ণ সেজে এলেন টিডিপির সাংসদ শিবপ্রসাদ। বাঁশি বাজালেন সংসদ চত্বরে ঘুরে ঘুরে। অন্ধ্রের বিশেষ মর্যাদার দাবিতে।

গত তিন সপ্তাহ ধরে বিজেপি-বিরোধী আক্রমণ আরও তীব্র করেছেন চন্দ্রবাবু নায়ডু। ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন, আর্থিক প্যাকেজ না পেলে জোট ছাড়ার পথেও হাঁটতে পারেন। অমিত শাহ নিজে চন্দ্রবাবুকে ফোন করেছেন। রাম মাধবকে মধ্যস্থতার কাজে লাগিয়েছেন। কিন্তু তবুও আজ সংসদের প্রথম দিনে টিডিপি-র হাঙ্গামায় স্তব্ধ হল দুই সভা। ত্রিপুরার জয়কে পুঁজি করে মোদী বাহিনী যে বুক চিতিয়ে সংসদে ঢুকেছিল, শরিকের বিক্ষোভে তা অনেকটাই ম্লান হয়ে গেল।

বিজেপি নেতৃত্ব মানছেন, শরিকরাই যদি সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে বিক্ষোভ দেখায়, তা হলে সেটি অস্বস্তির বাড়াবে। তবে তাদের প্রতিপক্ষ জগন্মোহনের সক্রিয়তা তাদের ঝাঁঝ বাড়িয়েছএ বলেই ধারণা বিজেপির। একই সঙ্গে তাঁরা মানছেন, এমন বিক্ষোভে শাপে বর হয়েছে! নীরব মোদী নিয়ে কংগ্রেসের তুলকালাম ঢাকা পড়ে স্বস্তি দিয়েছে মোদী সরকারকে।

টিডিপির হট্টগোলে নীরব মোদী ইস্যু যাতে কোনও ভাবে হাতছাড়া না হয়, সে জন্য বিরোধীরাও এককাট্টা। তারাও আজ সংসদে হাঙ্গামা করে। চাপের মুখে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডুকে বলতে হয়, নীরব মোদী নিয়ে আলোচনায় রাজি তিনি। তবে একই সঙ্গে পি চিদম্বরমের ছেলে কার্তির দুর্নীতি নিয়ে বিজেপির দাবি মেনে আলোচনা করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE