Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Narendra Modi

Narendra Modi: নির্দ্বিধায় টিকা নিন! আমার মা, আমিও নিয়েছি, প্রধানমন্ত্রীর ডাক গোটা দেশকে

মোদী বলেন, ‘‘আমার বৃদ্ধা মা দু’টি টিকাই নিয়েছেন। আমিও নিয়েছি। বিভ্রান্তি ছড়াবেন না। কোভিডকে হারাতে গেলে বিধি মানতে হবে। টিকা নিতে হবে।’’

নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদী —ফাইল চিত্র

শেষ আপডেট: ২৭ জুন ২০২১ ১২:৫৪
Share: Save:

টিকাকরণ নিয়ে দেশের মানুষকে ফের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাসের শেষ রবিবার তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠান থেকে দেশের মানুষকে টিকা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘‘আমি আপনাদের প্রত্যেককে বলছি, বিজ্ঞানকে বিশ্বাস করুন। আমাদের বিজ্ঞানীদেরও বিশ্বাস করুন। দেশে প্রচুর মানুষ টিকা নিয়েছেন। টিকা নিয়ে যে নেতিবাচক গুজব ছড়াচ্ছে, তাতে কান দেবেন না।’’

দেশের টিকাকরণ নিয়ে অগ্রগতির বিষয়ে মোদী বলেন, ‘‘২১ জুন দেশে ৮৬ লক্ষেরও বেশি মানুষকে বিনামূল্যে টিকা দিয়ে রেকর্ড তৈরি হয়েছে। একবছর আগে প্রশ্ন ছিল, টিকা কবে আসবে। আর আজ আমরা দেশে তৈরি টিকা বিনামূল্যে দিতে পারছি।’’

এরপরই প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের বেতুল জেলার এক গ্রামবাসীর সঙ্গে ফোনে কথা বলেন। সেই ব্যক্তি মোদীকে জানান, অনেকেই রয়েছেন যাঁরা দাবি করছেন যে করোনা টিকা নেওয়ার জেরে মৃত্যু হচ্ছে। মোদী তাঁকে পাল্টা জিজ্ঞেস করেন, ‘‘আপনি কি টিকা নিয়েছেন?’’ সেই ব্যক্তি জানান, তিনি টিকা নেননি। টিকা নেওয়ার ব্যাপারে তাঁর সংশয় রয়েছে। এরপর সেই ব্যক্তিকে টিকা নিয়ে বিভ্রান্ত হতে বারণ করেন প্রধানমন্ত্রী।

টিকা নিয়ে আশ্বস্ত করতে মায়ের উদাহরণ দেন মোদী। বলেন, ‘‘আমার বৃদ্ধা মা দু’টি টিকাই নিয়েছেন। আমিও নিয়েছি। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদেরকে যা ইচ্ছে করতে দিন। টিকা নিলে এবং কোভিড বিধি মেনে চললেই করোনার বিরুদ্ধে লড়াই সহজ হবে।’’

মোদীর বক্তব্য, ‘‘দয়া করে ভয় ছেড়ে বেরিয়ে আসুন। টিকা নেওয়ার পর কখনও জ্বর আসতে পারে। সেটা মাত্র কয়েক ঘণ্টা থাকে। করোনা রুখতে টিকার বিকল্প নেই। টিকা না নেওয়া কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে। টিকা না নিলে আপনি যে শুধু নিজের ক্ষতি করছেন তা-ই নয়, নিজের পরিবারকেও ঝুঁকির মুখে ফেলছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi Vaccine COVID-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE