ভাইকে মারের ‘বদলা’ নিতে পাশের বাড়ির দেড় বছরের শিশুকে তুলে নিয়ে গিয়ে খুন করল এক নাবালক। গত শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির ফতেপুর বেরি এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই নাবালকের বয়স সাড়ে আট বছর।
ঠিক কী হয়েছিল?
পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে ওই নাবালকের ভাইকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল পাশের বাড়ির এক কিশোরী। তখন থেকেই মনের মধ্যে কিশোরীর প্রতি একটা রাগ পুষে রেখেছিল ছেলেটি। প্রতিশোধের অপেক্ষায় ছিল। সুযোগ খুঁজছিল কী ভাবে এর প্রতিশোধ নেওয়া যায়। শুক্রবার রাতে বাড়ির ছাদে মা ও ভাইয়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরীটি। অভিযোগ, সেখান থেকে কিশোরীর ভাইকে তুলে নিয়ে গিয়ে খুন করে ওই নাবালক।
দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার বিজয় কুমার জানিয়েছেন, ফতেপুর বেরি এলাকা থেকে শনিবার সকালে একটা ফোন আসে তাদের কাছে। বলা হয় বাড়ি থেকে নিঁখোজ হয়ে গিয়েছে একটি শিশু। তদন্তে নেমে জানা যায়, নিখোঁজ হয়ে যাওয়া শিশুটির সঙ্গে পাশের একটি বাড়ি থেকে আরও একটি ছেলে নিখোঁজ। পরে দেখা যায় কিছু দূরেই একটি ড্রেনের মধ্যে উপুড় হয়ে পড়ে আছে কিশোরীর ভাই। তার পেটে, চোখে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। কান দিয়ে রক্তও বেরিয়ে এসেছিল। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
আরও পড়ুন: তীব্র ঘূর্ণিঝড়ের আকার নিচ্ছে ফণী! ১৯৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ওডিশায়
আরও পড়ুন: হিমালয়ে ইয়েতি! বরফে বিশাল পায়ের ছাপ, ছবি শেয়ার করল ভারতীয় সেনা
এর পরই পুলিশ নিখোঁজ হয়ে যাওয়া ছেলেটির খোঁজ শুরু করে। বাড়ির কাছ থেকেই ছেলেটিকে খুঁজে বার করে তারা। তখনই সত্যটা সামনে আসে। অভিযুক্ত নাবালককে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।