Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৮ ডিসেম্বর ২০২১ ই-পেপার

গুলিভর্তি পিস্তল নিয়ে সেল্‌ফি তুলতে গুরুতর জখম কিশোর

সংবাদ সংস্থা
০১ মে ২০১৬ ১০:২২

সেল্‌ফির কারণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক কিশোর। নাম রমনদীপ। দশম শ্রেণির ছাত্র। দুর্ঘটনাটি ঘটেছে অমৃতসরে। পুলিশ জানিয়েছে, গুলিভর্তি পিস্তল নিজের মাথায় ঠেকিয়ে সেল্‌ফি তুলতে ব্যস্ত ছিল ওই কিশোর। সেল্‌ফি তোলার ব্যস্ততায় খেয়ালই ছিল না পিস্তলে গুলি ভরা রয়েছে। আচমকাই ট্রিগারে চাপ পড়ে যায়। গুলি কপাল ফুঁড়ে বেরিয়ে যায়। আওয়াজ শুনে বাড়ির লোকজন এসে দেখেন রমনদীপ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে। উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা সঙ্কটজনক। পরিবারের এক সদস্য জানান, রমনদীপের বাবা লাইসেন্সন্ড পিস্তলটি বাড়িতে রেখে কাজে বেরিয়েছিলেন। সেই সুযোগে সবার অলক্ষ্যে পিস্তলটি নিয়ে সেল‌্ফি তোলার চেষ্টা করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

স্মার্টফোনের দৌলতে সেল‌্ফি ক্রেজ যে ভাবে বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কখনও চলন্ত ট্রেনের সামনে সেল্‌ফি তুলতে গিয়ে মৃত্যু হয়েছে, কখনও বা সমুদ্রে নেমে সেল্‌ফি তুলতে গিয়ে প্রাণ গিয়েছে। এ রকম আরও ভুরি ভুরি মৃত্যু ঘটেছে এই সেল্‌ফির কারণে।

আরও পড়ুন...

Advertisement

আরও পড়ুন

Advertisement