কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অধীনে ব্রহ্মপুত্র বোর্ড নিজেদের আওতায় থাকা ৭০টি নদ-নদীকে চিহ্নিত করে তাদের ভাঙন নিয়ন্ত্রণ, পলি অপসারণ-সহ এই নদীগুলির উন্নত ব্যবস্থাপনার জন্য মাস্টার প্ল্যান প্রস্তুত করেছে। আগরতলায় অনুষ্ঠিত ব্রহ্মপুত্র বোর্ডের ৮৪তম সভায় ব্রহ্মপুত্র অববাহিকার অধীনে উত্তর-পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের উত্তর অংশের নদী ব্যবস্থাপনার কৌশল নিয়ে বিশদে আলোচনা করা হয়।
শুক্রবার ব্রহ্মপুত্র বোর্ডের সভায়, উত্তর-পূর্ব অঞ্চলের আটটি রাজ্য এবং পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই প্রথম বার গোর্খা টেরিটোরিয়াল প্রশাসনের প্রতিনিধিরাও আলোচনায় অংশগ্রহণ করেন। সভা শেষে ব্রহ্মপুত্র বোর্ডের চেয়ারম্যান রণবীর সিংহ বলেন, বোর্ডের আওতায় থাকা ৯টি নদী অববাহিকার উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং নতুন একাধিক প্রকল্প অনুমোদিত হয়েছে। তার মধ্যে, দক্ষিণ ত্রিপুরা থেকে বাংলাদেশে প্রবাহিত ফেনী নদীর জন্য সাড়ে তিন কোটি টাকার একটি মাস্টার প্ল্যান রয়েছে। ত্রিপুরার গোমতী এবং মুহুরী নদীর জন্য পূর্বে অনুমোদিত মাস্টার প্ল্যানগুলি ঢেলে সাজানোর জন্যও বোর্ড অনুমোদন দিয়েছে। বৈঠকে ব্রহ্মপুত্রের জন্য একটি নতুন নদী-দ্বীপ নীতি প্রণয়ন নিয়েও আলোচনা করা হয়েছে।
ব্রহ্মপুত্র বোর্ডের চেয়ারম্যান জানান, মাস্টার প্ল্যানের অধীনে ত্রিপুরার বন্যা নিয়ন্ত্রণ করতে ও ভারী বৃষ্টিজনিত ঝুঁকি কমাতে এখানকার তিনটি প্রধান নদীর সমীক্ষা করা হবে। তা বিশ্লেষণের ভিত্তিতে প্রয়োজনীয় প্রকল্পের সুপারিশ করা হবে। প্রসঙ্গত, গত বছরে ত্রিপুরার বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ৩৮ জন প্রাণ হারিয়েছেন, ৫৮,৬৮৭টি বাড়ি ভেঙেছে এবং প্রায় ১৭ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতির পরিমাণ ছিল প্রায় ১৫,০০০ কোটি টাকা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)