Advertisement
০৫ মে ২০২৪
Supreme Court of India

সম্পর্ক ভাঙা আত্মহত্যায় প্ররোচনা নয়: সুপ্রিম কোর্ট

শীর্ষ আদালতের মতে, যদি অভিযুক্ত তাঁর কাজের মাধ্যমে ক্রমাগত এমন পরিস্থিতি তৈরি করেন যার ফলে মৃত আত্মহত্যা করতে বাধ্য হন তাহলেই আত্মহত্যায় প্ররোচনার মামলা হতে পারে। সে ক্ষেত্রে ওই ব্যক্তি উস্কানি দিয়েছেন বলে অভিযোগ হতে পারে।

Representative Image

—প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:৪৯
Share: Save:

প্রেমিকা বা প্রেমিকাকে অন্য কাউকে বিয়ে করতে বলা আত্মহত্যায় প্ররোচনা নয় বলে রায় দিল সুপ্রিম কোর্ট।

সংশ্লিষ্ট মামলার নথি অনুযায়ী, প্রেমিকের পরিবারের সদস্যেরা তাঁর জন্য জীবনসঙ্গিনীর খোঁজ শুরু করেন। ফলে মানসিক ভাবে ভেঙে পড়েন প্রেমিকা। প্রেমিক পরামর্শ দেন, নিজের পরিবারের পছন্দের কোনও পাত্রকে বিয়ে করুন প্রেমিকাও। এর পরেই প্রেমিকা আত্মঘাতী হন।

প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করে পুলিশ। সংশ্লিষ্ট হাই কোর্ট ওই মামলা খারিজ করতে রাজি হয়নি। ফলে অভিযুক্ত সুপ্রিম কোর্টে আপিল করেন।

বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চের বক্তব্য, ‘‘সম্পর্ক ভাঙা ও হৃদয়ের বেদনা জীবনের অঙ্গ। এ ক্ষেত্রে প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে ও পরিবারের পছন্দের ব্যক্তিকে বিয়ে করতে বলে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন, এ কথা বলা যাবে না। ভারতীয় দণ্ডবিধির ৩০৬ নম্বর ধারায় মামলা এ ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়।’’ অভিযুক্তের বিরুদ্ধে মামলা খারিজ করেছে শীর্ষ আদালত।

শীর্ষ আদালতের মতে, যদি অভিযুক্ত তাঁর কাজের মাধ্যমে ক্রমাগত এমন পরিস্থিতি তৈরি করেন যার ফলে মৃত আত্মহত্যা করতে বাধ্য হন তাহলেই আত্মহত্যায় প্ররোচনার মামলা হতে পারে। সে ক্ষেত্রে ওই ব্যক্তি উস্কানি দিয়েছেন বলে অভিযোগ হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Supreme Court of India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE