Advertisement
E-Paper

টুকরো খবর

পড়ুয়াদের সুরক্ষার জন্য বেঙ্গালুরুর স্কুলগুলিকে কড়া নিয়ম মানার নির্দেশ দিল পুলিশ। সম্প্রতি বেঙ্গালুরুর একটি স্কুলে শিশু-ধর্ষণের অভিযোগ ওঠে। প্রতিবাদে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। এর পরে নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে কর্নাটক সরকার। বেঙ্গালুরু পুলিশের নয়া নির্দেশ, স্কুলবাস স্কুলে পৌঁছনোর পর চালকদের সঙ্গে পড়ুয়াদের বেশি মিশতে দেওয়া যাবে না। স্কুলের প্রতি তলায় নজরদারির জন্য কর্মী মোতায়েন করতে হবে।

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৪ ০২:০২

ছাত্র-সুরক্ষায় কড়া নিয়ম জারি বেঙ্গালুরুতে

সংবাদ সংস্থা • বেঙ্গালুরু

পড়ুয়াদের সুরক্ষার জন্য বেঙ্গালুরুর স্কুলগুলিকে কড়া নিয়ম মানার নির্দেশ দিল পুলিশ। সম্প্রতি বেঙ্গালুরুর একটি স্কুলে শিশু-ধর্ষণের অভিযোগ ওঠে। প্রতিবাদে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। এর পরে নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে কর্নাটক সরকার। বেঙ্গালুরু পুলিশের নয়া নির্দেশ, স্কুলবাস স্কুলে পৌঁছনোর পর চালকদের সঙ্গে পড়ুয়াদের বেশি মিশতে দেওয়া যাবে না। স্কুলের প্রতি তলায় নজরদারির জন্য কর্মী মোতায়েন করতে হবে। স্বচ্ছ কেবিনে বসে তিনি নজর রাখবেন কোন পড়ুয়া কী করছে, কে ক্লাসে ঢুকছে। সমস্যা দেখলে তিনি স্কুল কর্তৃপক্ষকে খবর দেবেন। জিম, সুইমিং পুল ও খেলাধুলোর অন্যান্য জায়গায় কেবল ওই বিষয়গুলির সঙ্গে যুক্ত ব্যক্তিরাই ঢুকতে পারবেন। যে সব অভিভাবক সন্তানকে দিতে ও নিতে আসেন, তাঁদের পরিচয়পত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। যাঁরা স্কুলে আসতে পারেন না, তাঁদের মোবাইল নম্বর স্কুলকে দিতে হবে। পরিবর্তে যে পড়ুয়াকে দিতে-নিতে আসবেন, তাঁর পরিচয়ও এসএমএসে জানাতে হবে। যে স্কুলে ধর্ষণের অভিযোগ উঠেছিল, সেখানে ১৪ অগস্টের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে। বাকি স্কুলগুলিকে ৩১ অগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। না মানলে কড়া শাস্তি।

বিস্ফোরণে হত তিন পুলিশকর্মী

নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

বিস্ফোরণ ঘটিয়ে তিন পুলিশকর্মীকে হত্যা করল গারো জঙ্গিরা। জখম ওসি-সহ দু’জন। গত কাল সন্ধ্যায় তুরার কাছে রংগ্রাম-দাদেংগ্রে রোডে ঘটনাটি ঘটে। গত কয়েকদিন ধরে জিএনএলএ জঙ্গিদের শিবিরে একের পর এক হানা দিয়েছে যৌথ বাহিনী। বেশ কিছু শিবির ধ্বংস করা হয়েছে। দু’টি ক্ষেত্রে কোনও মতে পালিয়েছেন সংগঠনের সেনাধ্যক্ষ সোহন ডি শিরা। এ বার পুলিশের উপরে পাল্টা আঘাত হেনে তার প্রতিশোধ নিল জঙ্গিরা। পুলিশ জানায়, রংগ্রাম ফাঁড়ির ওসি পি রিচেল কয়েকজন কনস্টেবলকে নিয়ে নিয়মমাফিক টহলে বেরিয়েছিলেন। তখনই তাঁদের গাড়ি লক্ষ্য করে ইম্প্রোভাইজ্ড এক্সপ্লোসিভস্ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। বিস্ফোরণে জখম হন গাড়ির চালক ও দুই কনস্টেবল। পরে হাসপাতালে মৃত্যু হয় চালক ও দুই কনস্টেবলের। পুলিশের দাবি, জিএনএলএ-র এরিয়া কম্যান্ডার বাইচুং মোমিন এই বিস্ফোরণ ঘটিয়েছে।

শিক্ষক অপহৃত

নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

কম্যান্ডো-বন্ধুকে গুলিতে জখম করে এক শিক্ষককে অপহরণ করল গারো জঙ্গিরা। কনস্টেবল ও শিক্ষক দু’জনই বাঙালি। পশ্চিম গারো হিল জেলায়, তুরার পার্শ্ববর্তী সাত মাইল এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, অভিজিৎ মজুমদার নামে ওই কম্যান্ডো তাঁর বন্ধু সৌমেন্দু রানা চক্রবর্তীর সঙ্গে বাইকে যাচ্ছিলেন। তখনই ৫ সশস্ত্র জঙ্গি তাঁদের পথ আটকায়। রানা চক্রবর্তী পেশায় শিক্ষক। জঙ্গিরা তাঁকে অপহরণ করার চেষ্টা করলে অভিজিৎ বাধা দেন। জঙ্গিরা তাঁকে গুলি করে রানাবাবুকে নিয়ে পালায়। তুরা হাসপাতাল থেকে গুরুতর আহত অবস্থায় অভিজিৎবাবুকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ৫ম ব্যাটালিয়নের কম্যান্ডো অভিজিৎবাবু ছুটিতে ছিলেন। পুলিশ রানাবাবুর সন্ধানে তল্লাশি চালাচ্ছে। অন্য দিকে, তুরা থেকে ৭ কিলোমিটার দূরে এএনভিসি (বি) জঙ্গি সংগঠনের একটি শিবিরে হানা দিয়ে পুলিশ আজ ২৪ জন জঙ্গিকে গ্রেফতার করেছে। এসপি জানান, অসমের দুই শ্রমিককে হত্যার ব্যাপারে এরা জড়িত ছিল।

সুন্দরের লক্ষ্মী লাভ

নিজস্ব সংবাদদাতা • বেঙ্গালুরু

অমিতাভ বচ্চন থেকে পল ম্যাককার্টনি বা পামেলা অ্যান্ডারসন সবাই চেনেন এক ডাকে। সেও এখন রীতিমত সেলিব্রিটি! নাম ‘সুন্দর’। থাকে ‘বানারঘাট ন্যাশনাল পার্ক’-এ। আগে বাড়ি ছিল মহারাষ্ট্রের এক মন্দিরে। সেখানে থাকতেই সুন্দরের খ্যাতি ছড়িয়ে পড়ে। কিন্তু এই বিখ্যাত হওয়ার গল্পে রয়েছে একটা করুণ ইতিহাস। সুন্দর ১৫ বছরের একটি হাতি। মন্দিরে থাকাকালীন তার উপর অকথ্য অত্যাচার চালাত মাহুত। সেই ভিডিও তুলে কেউ পোস্ট করে ইউ টিউবে। আন্তর্জাতিক সেলেব্রেটি বা পশুপ্রেমী প্রত্যেকেই তীব্র প্রতিবাদ করেন এই হিংস্র ঘটনার। জুন মাসের গোড়ায় সুন্দরকে নিয়ে যাওয়া হয় ‘বানারঘাট ন্যাশনাল পার্ক’-এ। মানসিক ভাবে বিপর্যস্ত সুন্দরের নতুন জীবন শুরু হয়। নতুন পরিবেশ। নতুন ভাষা। মরাঠি নয়, এখন কন্নড় আর হিন্দি ভাষাই বুঝতে পারে সে। এমনকি একটি বান্ধবীও হয়েছে সুন্দরের। নাম লক্ষ্মী। অভয়ারণ্য কর্তৃপক্ষ জানিয়েছেন, সুন্দর অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। এখন কেবল একটাই প্রার্থনা, লক্ষ্মীর সঙ্গে সুন্দরের জীবনেরও যেন লক্ষ্মী লাভ হয়।

মাওবাদী হানা

নিজস্ব সংবাদদাতা • ওড়িশা

এক দল সশস্ত্র মাওবাদী ওড়িশার মালকানগিরিতে আধার তালিকাভুক্তীকরণ ক্যাম্প থেকে চার কর্মীকে অপহরণ করে। হুমকি দিয়ে তাঁদের ছেড়েও দেওয়া হয়। ঘটনার পর বন্ধ করা হয়েছে আধার কার্ডের কাজ। পুলিশ সূত্রের খবর, শুক্রবার মালকানগিরির এক প্রাথমিক স্কুলে আধার তালিকাভুক্তিকরণের কাজ চলছিল। সেই সময় এক দল সশস্ত্র মাওবাদী সেখানে হানা দেয়। এর পর ওই কর্মীদের তাঁদের কাজ স্থগিত রাখতে নির্দেশ দিয়ে ছেড়ে দেয় ওই মাওবাদীরা। তবে মাওবাদীরা ল্যাপটপ, কম্পিউটার ও ক্যামেরাও নিয়ে গিয়েছে।

মোটরবাইক চুরি

পরপর দু’টি বাড়ির গ্রিলের তালা ভেঙে মোটরবাইক চুরির অভিযোগ উঠেছে ধুবুরিতে। শুক্রবার গভীর রাতে ধুবুরি শহরের আর কে মিশন রোডে এই চুরির ঘটনা ঘটে। ধুবুরি ভোলানাথ কলেজের শিক্ষক বাপি মল্লিকের বাড়ির বারান্দার গ্রিলের তালা ভেঙে মোটরবাইক চুরির অভিযোগ উঠেছে। একই কায়দায় এলাকার বাসিন্দা সন্তোষ দাসের বাড়িতে হানা দিয়ে মোটরবাইক চুরি করে দুষ্কৃতীরা।

নেপাল-মৈত্রী

২৩ বছরের ব্যবধান। ভারত-নেপাল যৌথ কমিশনের বৈঠক হল শনিবার। সেখানে প্রতিরক্ষা, নিরাপত্তা, ব্যবসা, লগ্নি, জলসম্পদ এবং সীমান্ত বিষয়ে হাতে হাত মিলিয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং নেপালের বিদেশমন্ত্রী মহেন্দ্র বাহাদুর পান্ডে। ছিলেন বিদেশসচিব সুজাতা সিংহ এবং অন্য কর্তারা।

সীমান্তে গুলি

ফের সংঘর্ষ-বিরতি ভাঙার অভিযোগ উঠল পাক সেনার বিরুদ্ধে। পঞ্চদশ কার্গিল বিজয় দিবসের ঠিক আগে শুক্রবার রাতে জম্মুর পাল্লানওয়ালা সেক্টরে ভারতীয় সেনাকে লক্ষ করে গুলি চালায় পাক সেনা। হতাহতের খবর নেই। শুক্রবার রাতেই কাশ্মীরের বারামুলায় গ্রেনেড হামলায় প্রাণ হারান এক পুলিশকর্মী।

সাজা ৩২ লাখ

দুর্ঘটনায় মৃতের পরিবারকে ৩২ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল মোটর দুর্ঘটনা ক্ষতিপূরণ ট্রাইব্যুনাল। কমলজিৎ যাদব (২২) নামে ওই যুবককে ধাক্কা মেরেছিল একটি গাড়ি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর পরিবার ট্রাইব্যুনালে যায়। গাড়ির বিমা সংস্থাকে ওই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

আমরা করব জয়। জামশেদপুরে প্রতিবন্ধীদের নৃত্যানুষ্ঠান। পার্থ চক্রবর্তীর তোলা ছবি।

দম্পতি। মুম্বইয়ে একটি অনুষ্ঠানে

স্বামী সিদ্ধার্থ রায় কপূরের সঙ্গে বিদ্যা বালন। ছবি: পিটিআই

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy