আবার দিল্লির বাতাসে ‘বিষের মাত্রা’ বেড়েছে। বাতাসের গুণমান আবার ‘অতি ভয়ানক’ পর্যায়ে। সেই পরিস্থিতি মোকাবিলা করতে ফের রাজধানীতে সর্বোচ্চ বিধি বা গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৪ (জিআরএপি ৪) জারি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এ বিষয়ে নির্দেশিকা প্রকাশ করে রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণ কমিশন (কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট)। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দিল্লিতে শনিবার বিকেল ৪টে নাগাদ গড় গুণমানের সূচক (একিউআই) ৪০০ ছিল। তবে চার ঘণ্টা পর তা আরও বৃদ্ধি পাওয়ায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)-এর তথ্য অনুযায়ী, বাতাসের গুণগত মানের সূচক যদি শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকে তা হলে তা ‘ভাল’ পর্যায়ের মধ্যে পড়ে। ৫১-১০০ সন্তোষজনক, ১০১-২০০ সামান্য খারাপ, ২০১-৩০০ খারাপ, ৩০১-৪০০ খুব খারাপ, ৪০১-৫০০ অতি ভয়ানক।
গত বছর ডিসেম্বরে দিল্লির বাতাসের মান ‘অতি ভয়ানক’ হওয়ায় সর্বোচ্চ বিধি জারি করা হয়েছিল। তবে কয়েক দিন পর পরিস্থিতির উন্নতি হওয়ায় সর্বোচ্চ বিধি তুলে দেওয়া হয়। যদিও জারি ছিল জিআরএপি ৩। কিন্তু শনিবার আবার নতুন করে সর্বোচ্চ বিধি জারি করা হল রাজধানীতে।
আরও পড়ুন:
সর্বোচ্চ নিয়ন্ত্রণবিধি জারি থাকাকালীন রাজধানী অঞ্চলে সমস্ত নির্মাণকাজ বন্ধ থাকবে। রাজধানীতে ট্রাকের প্রবেশও নিয়ন্ত্রণ করা হবে। স্কুলে সশরীরে পড়ুয়াদের উপস্থিত থাকতে হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। সরকারি অফিসগুলিতেও অর্ধেক কর্মীকে ‘ওয়ার্ক ফ্রম হোম’ করানো হবে কি না, সে বিষয়েও সিদ্ধান্ত নিতে পারে প্রশাসন। প্রয়োজন মনে করলে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সাময়িক ভাবে বন্ধও রাখার সিদ্ধান্ত নিতে পারে সরকার। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নয়, এমন বাণিজ্যিক গাড়ি চলাচলও নিয়ন্ত্রণ করা হতে পারে।