Advertisement
E-Paper

সরকারি প্রকল্পের টাকা হাতাতে গণবিবাহে আবেদন ভাই-বোন, মামা-ভাগ্নির!

অভিযোগ, পরিচয় গোপন করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছিলেন বেশ কয়েক জন। বিষয়টি প্রকাশ্যে আসে, যখন পাত্র-পাত্রীর আবেদনপত্র যাচাই করে দেখছিল প্রশাসন। তখনই তারা জানতে পারে, বেশ কয়েক জন পরিচয় গোপন করে বিয়ের জন্য আবেদন করেছেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৭
Brother Sister reportedly tries to marry for money in UP

—প্রতীকী ছবি।

কেউ সম্পর্কে ভাই-বোন, কেউ মামা-ভাগ্নি! অভিযোগ, সেই সম্পর্ক লুকিয়ে বিয়ের জন্য আবেদন করেছেন তাঁরা। উদ্দেশ্য, বিয়ের নামে সরকারি প্রকল্পের টাকা এবং উপহার হাতিয়ে নেওয়া। শেষ পর্যন্ত ধরাও পড়ে গিয়েছেন অভিযুক্তেরা। উত্তরপ্রদেশের মোরাদাবাদের ঘটনা।

দুঃস্থ পরিবারের ছেলে-মেয়েদের বিয়ের জন্য সে রাজ্যে মুখ্যমন্ত্রী গণবিবাহ প্রকল্প রয়েছে। সেই প্রকল্পের আওতায় নবদম্পতিকে ৩৫ হাজার টাকা দেওয়া হয়। সঙ্গে কিছু উপহারও পান নবদম্পতি। অভিযোগ, সে সব হাতাতেই পরিচয় গোপন করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছিলেন বেশ কয়েক জন। বিষয়টি প্রকাশ্যে আসে, যখন পাত্র-পাত্রীর আবেদনপত্র যাচাই করে দেখছিল প্রশাসন। তখনই তারা জানতে পারে, বেশ কয়েক জন পরিচয় গোপন করে বিয়ের জন্য আবেদন করেছেন। শেষ পর্যন্ত তাঁদের আবেদন খারিজ করেছে সরকার।

রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, চলতি বছর উত্তরপ্রদেশের মোরাদাবাদে এই প্রকল্পের অধীনে বিয়ে করতে চলেছেন ৩,৪৫১ দম্পতি। যদিও আবেদন করেছিলেন ৮,৫১৯ দম্পতি। শেষ পর্যন্ত ঝাড়াই-বাছাই করে হাজার হাজার আবেদন বাতিল করা হয়েছে। তা করতে গিয়েই প্রকাশ্যে এসেছে কারচুপি। জেলা সমাজ কল্যাণ আধিকারিক শৈলেন্দ্র গৌতম জানিয়েছেন, যাঁরা পরিচয় গোপন করে আবেদন করেছেন, তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে।

Mass Marriage Fraud Case UP Government Schemes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy