Advertisement
E-Paper

ভোটের কাজে গরুর গাড়িও

গরুর গাড়ি থেকে হাতি, নৌকো থেকে ট্রাক— অসমের বিধানসভা নির্বাচনে প্রথম পর্যায়ের ১৭টি জেলার ৬৫টি কেন্দ্রে ১২ হাজার ১৯০টি বুথে ভোটপর্ব সামলাতে মোতায়েন হয়েছে সবই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৬ ০৪:১১

গরুর গাড়ি থেকে হাতি, নৌকো থেকে ট্রাক— অসমের বিধানসভা নির্বাচনে প্রথম পর্যায়ের ১৭টি জেলার ৬৫টি কেন্দ্রে ১২ হাজার ১৯০টি বুথে ভোটপর্ব সামলাতে মোতায়েন হয়েছে সবই।

অসমের মুখ্য নির্বাচনী অফিসার বিজেন্দ্র জানান, ৪৮ হাজারের বেশি ভোটকর্মীর মধ্যে ৬১৬টি 'পোলিং পার্টি' শুক্রবারই বুথের উদ্দেশে রওনা হয়ে গিয়েছে। ডিমা হাসাও, কার্বি আংলং আর মাজুলিতে থাকা প্রত্যন্ত কয়েকটি বুথে পৌঁছতে তাঁদের অনেক কিলোমিটায় হাঁটতে হবে। ভোটের কাজে হাইকালান্দিতে লাগতে পারে হাতি। এ ছাড়া ৩৫টি গরুর গাড়ি, ১৪৪টি নৌকা, ২ হাজার ৩৭০টি ট্রাক, ৩ হাজার ৯১৩টি মাঝারি গাড়ি ও ৭ হাজার ৩৪৭টি ছোট গাড়ি ব্যবহার করছে নির্বাচন কমিশন।

বিজেন্দ্র জানান, লোকসভা ভোটের সময় যে সব বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে এবং যে বুথগুলিতে কোনও এক জন প্রার্থীর পক্ষে ৭০ শতাংশ ভোট পড়েছে, সেগুলির উপরে বিশেষ নজর রাখা হবে। ৫৩৯টি বুথে ওয়েবকাস্টিং ও ৪৫৪টি বুথে ভোটপর্ব ভিডিও ক্যামেরায় বন্দি করার ব্যবস্থা হয়েছে।

Bullock cart State election 2016
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy