পাহাড়ি জঙ্গলে তোলা ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল হিজবুল মুজাহিদিন কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পরেই। বুরহানের পাশেই পুরোদস্তুর যুদ্ধের পোশাকে দাঁড়িয়ে সে। কালো টি-শার্ট, জংলা ছাপ ট্রাউজার্স। কেতাদুরস্ত এলবো-গার্ড পরা হাতে একে-৪৭ রাইফেল।
নাম— সবজার আহমেদ বাট। শুক্রবার কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে রাতভর সংঘর্ষে মারা গিয়েছে সে। বুরহানের পরে হিজবুলে তার জায়গা নিয়েছিল ঘনিষ্ঠ সহচর সবজার। আজ তার মৃত্যুর খবর ছড়াতেই উপত্যকার নানা অংশে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষে নিহত হয়েছেন এক জন।
সেনার দাবি, বুরহান ও সবজারের মতো দু’জন শীর্ষ কম্যান্ডারের মৃত্যুতে কিছুটা নড়বড়ে হয়ে পড়ল হিজবুল। এ বার সংগঠন বাড়ানোর মতো নেতা বাছাইয়ে সমস্যায় পড়তে পারে তারা। সংঘর্ষে বুরহানের মৃত্যুর পর থেকে উপত্যকায় অশান্তির জেরে কিছু দিন জঙ্গি-দমন অভিযান বন্ধ রাখতে বাধ্য হয়েছিল সেনা। সম্প্রতি ফের তা শুরু হয়েছে। ক’দিন আগেই অল্পের জন্য সেনার হাত এড়িয়ে সম্ভবত পাক-অধিকৃত কাশ্মীরে পালিয়েছে লস্কর নেতা জাকির মুসা।