২৬ নভেম্বরের মুম্বই হামলায় পুলিশকে সাহায্যকারী ডগ স্কোয়াডের আর এক নায়ক সিজারের মৃত্যু হল। অবসরের পরে ১১ বছর বয়সী সিজারকে মুম্বইয়ের ভিরারে একটি বাগান বাড়িতে রাখা হয়েছিল। নরিমান হাউসে জঙ্গি দল শনাক্তকারী ল্যাব্রাডার রিট্রিভারকে বৃহস্পতিবার তেরঙ্গায় মুড়ে শেষ শ্রদ্ধা জানাল মুম্বই পুলিশ।
১৭৪ জন মানুষের মৃত্যু হয়েছিল সেই হামলায়। আহত হন অনেকে। হামলা আর সংঘর্ষ যখন চলছে, সিজার প্রকৃত অর্থেই বীরের ভুমিকা পালন করেছিল সেদিন। তার ঘ্রাণশক্তির জোরেই সিএসটি রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করা গিয়েছিল দুটি আস্ত হাত গ্রেনেড। যার ফলে প্রাণ বেঁচেছিল বহু মানুষের।
মুম্বই পুলিশের ডগ স্কোয়াডের অনেকেই সেদিন বড় ভূমিকা নিয়েছিল। যেমন টাইগার, ম্যাক্স আর সুলতান। ফুসফুস সংক্রমণে টাইগার নামের কালো রঙের ল্যাব্রাডারের মৃত্যু হয়েছে আগেই। ৮ই এপ্রিল ম্যাক্স এবং ১৮ই জুন সুলতান মারা যায়।