Advertisement
২৪ এপ্রিল ২০২৪
CBI

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা রণজিৎ সিনহার

শুক্রবার সকালে ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রণজিৎ।

রণজিৎ সিনহা

রণজিৎ সিনহা ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২১ ১২:৩৯
Share: Save:

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা রণজিৎ সিনহা। শুক্রবার সকালে ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর একদিন আগেই তাঁর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছিল বলে জানা গিয়েছে।

১৯৭৪-এর ব্যাচের আইপিএস অফিসার ছিলেন তিনি। ২০১২ সালে ২ বছরের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির অধিকর্তা হিসাবে নিযুক্ত করা হয় তাঁকে। তার আগে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং রেল সুরক্ষা দলের মুখ্য অফিসার ছিলেন।

২০১৭ সালে শীর্ষ আদালতের তত্ত্বাবধানে কয়লা কেলেঙ্কারি কাণ্ডে তাঁর বিরুদ্ধেও তদন্ত শুরু করেছিল সিবিআই। কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্তদের সঙ্গে গোপনে বাড়িতে বৈঠকের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CBI Death CBI Officer Corona
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE