আমেরিকা থেকে আমদানি করা পণ্যে শুল্ক কমানোর প্রতিশ্রুতি দেওয়া হয়নি বলে মোদী সরকার দাবি করল। সূত্রের খবর, আজ বিদেশ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বাণিজ্যসচিব সুনীল বার্থওয়াল দাবি করেছেন, শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে দর কষাকষি চলছে। ভারতের তরফ থেকে শুল্ক কমানোর প্রতিশ্রুতি দেওয়া হয়নি। ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে চড়া শুল্ক বসানোর অভিযোগ তুলে পাল্টা শুল্ক বসানোর হুঁশিয়ারি দিলেও এখনও নির্দেশিকা জারি হয়নি। বাণিজ্য চুক্তি নিয়ে কথা চলছে। আমেরিকা পাল্টা শুল্ক চাপালে কী প্রভাব পড়বে, তার উপরে ভারতের পাল্টা পদক্ষেপ নির্ভর করছে।
নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হলেও ট্রাম্প নিয়মিত অভিযোগ তুলছিলেন, ভারত আমেরিকার পণ্যে চড়া শুল্ক বসায়। আমেরিকাও ২ এপ্রিল থেকে পাল্টা শুল্ক বসাবে। এই পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালকে আমেরিকা পাঠানো হয়েছিল। সেই সফরের শেষেই ট্রাম্প একতরফা ঘোষণা করে দেন, ভারত শুল্ক কমাতে রাজি। আজ সংসদে এ নিয়ে আলোচনার দাবি তুলেছেন কংগ্রেসের মণীশ তিওয়ারি। স্পিকার ওম বিড়লা তাতে সায় দেননি। তিওয়ারির দাবি, সরকার মাথা নত করে থাকলে তা দুর্ভাগ্যজনক। মন্ত্রক সূত্রের খবর, বাণিজ্যমন্ত্রী সংসদে এ বিষয়ে বিবৃতি বা ব্যাখ্যা দিতে পারেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)