দিল্লি হাই কোর্টে মামলা লড়ে সরকারি বাসভবন পেলেন আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরীওয়াল। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দিল্লির ৯৫, লোধি এস্টেটে একটি ‘টাইপ সেভেন’ বাংলো দিল্লির প্রাক্তন এই মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ করেছে কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর কেন্দ্র দিল্লি হাই কোর্টকে জানিয়েছিল, ১০ দিনের মধ্যে কেজরীওয়ালের জন্য সরকারি বাসভবন বরাদ্দ করা হবে। সেই মতো সোমবারই এই সংক্রান্ত কাজ শেষ করে ফেলা হল।
আপের একটি সূত্র মারফত জানা গিয়েছে, সোমবারই স্ত্রী সুনীতাকে নিয়ে নতুন বাংলোয় যান কেজরীওয়াল। তবে সংস্কারের কাজ পুরো শেষ হওয়ার পরেই পরিবারকে নিয়ে নতুন ঠিকানায় উঠে আসবেন আপ প্রধান। সরকারি বাসভবনগুলির মধ্যে সর্বোকৃষ্ট হল ‘টাইপ এইট’ বাংলো। বর্তমানে জাতীয় দলের তকমা পাওয়া আপ-এর প্রধানের জন্য ওই ধরনের বাংলো বরাদ্দের দাবি উঠেছিল। তার পর বিষয়টিতে হস্তক্ষেপ করে দিল্লি হাই কোর্ট।
আরও পড়ুন:
আধুনিক সুযোগসুবিধায় টাইপ এইট বাংলোর পরেই রয়েছে টাইপ সেভেন বাংলো। কেজরীওয়ালের নতুন বাংলোয় রয়েছেন চারটি শয়নকক্ষ বা বেডরুম, একটি হলঘর, একটি ওয়েটিং রুম এবং একটি খাওয়াদাওয়ার ঘর বা ডাইনিং রুম। তা ছাড়া বাসভবন লাগোয়া দু’টি বাগানও (একটি বড়, অপরটি তুলনায় ছোট) থাকবে। আগে এই সরকারি বাসভবনটি বিজেপি নেতা ইকবাল সিংহ লালপুরার জন্য বরাদ্দ করা হয়েছিল।
মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর দিল্লির সিভিল লাইন্সে, ৬ ফ্ল্যাগস্টাফ মার্গ ঠিকানার সরকারি বাসভবন ছেড়ে দেন কেজরীওয়াল। এই বাংলোয় সংস্কারের কাজ করতে আপ প্রধান বিপুল অর্থ ব্যয় করেছেন বলে অভিযোগ তোলে বিজেপি। ফেব্রুয়ারিতে দিল্লির বিধানসভা নির্বাচনে হেরে যায় আপ। এত দিন আপের রাজ্যসভার সাংসদ অশোক মিত্তলের সরকারি বাংলোয় থাকছিলেন কেজরীওয়াল। কেন্দ্রের বিরুদ্ধে নতুন বাংলো দেওয়ার বিষয়ে গড়িমসির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।