Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Medical college Admission

৩২ মেডিক্যাল কলেজে ভর্তিতে নিষেধাজ্ঞা, তালিকায় এরাজ্যেরও এক

৩২টি বেসরকারি মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তির উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।তালিকায় এ রাজ্যের একটি কলেজও রয়েছে। সেটি হল হলদিয়ার ‘আইকেয়ার ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ’।

মাউন্ট জিওন মেডিক্যাল কলেজ, কেরল।ছবি: সংগৃহীত

মাউন্ট জিওন মেডিক্যাল কলেজ, কেরল।ছবি: সংগৃহীত

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ জুন ২০১৭ ১৫:৩৬
Share: Save:

দেশের ৩২টি বেসরকারি মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তির উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এর মধ্যে কিছু কলেজকে দু’বছরের জন্য, কিছু কলেজকে এক বছরের জন্য অ্যাডমিশন বন্ধ রাখতে বলা হয়েছে। তবে নির্ধারিত সময়ের পরও ছাত্র ভর্তি নিতে গেলে কেন্দ্রীয় মন্ত্রকের অনুমতি পেতে হবে। নিম্নমানের পরিষেবা প্রদানের অভিযোগে কলেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে খবর। এই ৩২টি কলেজের তালিকায় এ রাজ্যের একটি কলেজও রয়েছে। সেটি হল হলদিয়ার ‘আইকেয়ার ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ’।

তবে, কলেজগুলিতে পাঠরত প্রায় চার হাজার পড়ুয়ার ভবিষ্যতের দিকটাও নজরে রেখেছে মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ মতো ওই কলেজগুলিতে ইতিমধ্যেই যাঁরা ভর্তি হয়ে পড়াশোনা করছেন, তাঁদের পড়াশোনা চলবে। ‘অভিযুক্ত’ ৩২টি মেডিক্যাল কলেজকে ২ কোটি টাকা করে জরিমানাও করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রকের যুগ্ম সচিব অরুণ সিংহল জানিয়েছেন, ‘‘ওই মেডিক্যাল কলেজগুলির পরিকাঠামো, শিক্ষার মান নিয়ে বেশ কিছু অভিযোগ শোনা গিয়েছিল। তার প্রেক্ষিতেই আমরা পর্যবেক্ষণ শুরু করেছিলাম। সেই রিপোর্টের প্রেক্ষিতেই কলেজগুলির বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, কলেজগুলিতে পাঠরত পড়ুয়ারা যাতে কোনও সমস্যা না পরেন, সে দিকটাও খেয়াল রাখা হয়েছে।’’

আরও পড়ুন: অ্যাম্বুল্যান্স না পেয়ে মোটরসাইকেলে স্ত্রীর দেহ নিয়ে ফিরলেন বৃদ্ধ

এর আগে বেসরকারি মেডিক্যাল কলেজগুলোর অনুমোদন দেওয়া সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে বারবার। এতে নাম জড়ায় মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া (এমসিআই)-এরও। গত বছর মে মাসে অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গড়ে দেয় সুপ্রিম কোর্ট। কমিটির মাথায় রাখা হয় প্রাক্তন প্রধান বিচারপতি এমএল লোঢাকে। সেই প্যানেল গত বছর সরকারি অনুমোদন না পাওয়া ৩৪টি কলেজকে শর্তসাপেক্ষে ছাত্র ভর্তির অনুমতি দিয়েছিল। কিন্তু পরবর্তী শিক্ষাবর্ষে এর মধ্যে ৩২টি কলেজের উপর নতুন করে নিষেধাজ্ঞা চাপল।

এই ৩২টি মেডিক্যাল কলেজ হল—

১) ড. ডি.ওয়াই পাটিল মেডিক্যাল কলেজ, মহারাষ্ট্র।

২) প্রমুক্ষস্বামী মেডিক্যাল কলেজ, গুজরাত।

৩) আল আমিন মেডিক্যাল কলেজ, কর্নাটক।

৪) মাউন্ট জিওন মেডিক্যাল কলেজ, কেরল।

৫) কন্নুর মেডক্যাল কলেজ, কেরল।

৬) করপাগাম ফ্যাকালটি অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, তামিলনাড়ু।

৭) আইকেয়ার ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ’। হলদিয়া, পশ্চিমবঙ্গ।

৮) ইরাজ মেডিক্যাল কলেজ, উত্তরপ্রদেশ।

৯) মহারাষ্ট্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল কলেজ।

১০) আন্নাই মেডিক্যাল কলেজ। তামিলনাড়ু।

১১) ভেঙ্কটেশ্বর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, উত্তরপ্রদেশ।

১২) বরুণার্জুন মেডিক্যাল কলেজে, উত্তরপ্রদেশ।

১৩) আরভিএম ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, তেলেঙ্গানা।

১৪) সাক্ষী মেডিক্যাল কলেজ, মধ্যপ্রদেশ।

১৫) সুখ সাগর মেডিক্যাল কলেজ, মধ্যপ্রদেশ।

১৬) আমেরিকান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, রাজস্থান।

১৭) রায়পুর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, ছত্তিশগড়।

১৮) ওয়ার্ড কলেজ অফ মেডিক্যাল সায়েন্সস, হরিয়ানা।

১৯) মর্ডান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সস, মধ্যপ্রদেশ।

২০) কৃষ্ণমোহন মেডিক্যাল কলেজ, উত্তরপ্রদেশ।

২১) অ্যাপোলো ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, অন্ধ্রপ্রদেশ।

২২) কনচূড় ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, কর্নাটক।

২৩) আকাশ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, কর্নাটক।

২৪) নিমরা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, অন্ধ্রপ্রদেশ।

২৫) গায়েত্রী বিদ্যাপরিষদ, অন্ধ্রপ্রদেশ।

২৬) জিসিআরজি ইনস্টিটিউট, উত্তরপ্রদেশ।

২৭) শ্রী শঙ্করাচার্য ইনস্টিটিউট, ছত্তিশগড়।

২৮) গ্লোকলি মেডিক্যাল কলেজ, উত্তরপ্রদেশ।

২৯) কেরল মেডিক্যাল কলেজ।

৩০) সরস্বতী মেডিক্যাল কলেজ, উত্তরপ্রদেশ।

৩১)অনন্ত ইনস্টিটিউট, রাজস্থান।

৩২) প্রসাদ ইনস্টিটিউট, উত্তরপ্রদেশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE