দেশের ৩২টি বেসরকারি মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তির উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এর মধ্যে কিছু কলেজকে দু’বছরের জন্য, কিছু কলেজকে এক বছরের জন্য অ্যাডমিশন বন্ধ রাখতে বলা হয়েছে। তবে নির্ধারিত সময়ের পরও ছাত্র ভর্তি নিতে গেলে কেন্দ্রীয় মন্ত্রকের অনুমতি পেতে হবে। নিম্নমানের পরিষেবা প্রদানের অভিযোগে কলেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে খবর। এই ৩২টি কলেজের তালিকায় এ রাজ্যের একটি কলেজও রয়েছে। সেটি হল হলদিয়ার ‘আইকেয়ার ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ’।
তবে, কলেজগুলিতে পাঠরত প্রায় চার হাজার পড়ুয়ার ভবিষ্যতের দিকটাও নজরে রেখেছে মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ মতো ওই কলেজগুলিতে ইতিমধ্যেই যাঁরা ভর্তি হয়ে পড়াশোনা করছেন, তাঁদের পড়াশোনা চলবে। ‘অভিযুক্ত’ ৩২টি মেডিক্যাল কলেজকে ২ কোটি টাকা করে জরিমানাও করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রকের যুগ্ম সচিব অরুণ সিংহল জানিয়েছেন, ‘‘ওই মেডিক্যাল কলেজগুলির পরিকাঠামো, শিক্ষার মান নিয়ে বেশ কিছু অভিযোগ শোনা গিয়েছিল। তার প্রেক্ষিতেই আমরা পর্যবেক্ষণ শুরু করেছিলাম। সেই রিপোর্টের প্রেক্ষিতেই কলেজগুলির বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, কলেজগুলিতে পাঠরত পড়ুয়ারা যাতে কোনও সমস্যা না পরেন, সে দিকটাও খেয়াল রাখা হয়েছে।’’
আরও পড়ুন: অ্যাম্বুল্যান্স না পেয়ে মোটরসাইকেলে স্ত্রীর দেহ নিয়ে ফিরলেন বৃদ্ধ