Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

তিন তালাক রুখতে আইন আনার পথে কেন্দ্র

দেশের সর্বোচ্চ আদালত তিন তালাককে অবৈধ ঘোষণা করা সত্ত্বেও যাঁরা এখনও তা মানছেন না, তাঁদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করার কথা ভাবছে আইন মন্ত্রক। ক্যাবিনেট সূত্রের খবর এমনই। তিন তালাক নিষিদ্ধ করার জন্য যে বিল সংসদে পেশ করা হবে, তার খসড়া তৈরির জন্য একটি কমিটিও সরকার গঠন করেছে বলে জানা গিয়েছে।

সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ করতে এ বার আইন প্রণয়নের পথে এগচ্ছে কেন্দ্র। প্রতীকী ছবি।

সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ করতে এ বার আইন প্রণয়নের পথে এগচ্ছে কেন্দ্র। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৭ ২৩:১৬
Share: Save:

তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ করতে এ বার আইন প্রণয়নের পথেই এগচ্ছে কেন্দ্রীয় সরকার। আসন্ন শীতকালীন অধিবেশনে এই লক্ষ্যে বিল আনা হতে পারে বলে খবর। গত ২২ অগস্ট দেশের সর্বোচ্চ আদালত তাৎক্ষণিক তালাক বা ‘তালাক-এ-বিদ্দত’ প্রথাকে অবৈধ ঘোষণা করে। এই প্রথাকে নিষিদ্ধ করতে আইন আনুক সরকার, এমন পরামর্শও দেয় সুপ্রিম কোর্ট। সেই পরামর্শ মেনে সরকার এ বার আইন প্রণয়নের পথে এগচ্ছে বলেই খবর।

আরও পড়ুন: সেলফি চাইতেই মিলল চড়, মন্ত্রী বললেন, ‘বেশ করেছি’

প্রথমে সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করেই তিন তালাক প্রথার অবলুপ্তি ঘটাতে চেয়েছিল কেন্দ্র। এ নিয়ে আলাদা করে আইন প্রণয়নের পক্ষপাতী ছিল না সরকার। কিন্তু সুপ্রিম কোর্ট তিন তালাককে অবৈধ আখ্যা দেওয়ার পরেও দেশের বিভিন্ন এলাকা থেকে তাৎক্ষণিক তালাকের খবর মিলছে বলে জানা গিয়েছে। হোয়াটসঅ্যাপে বা এসএমএস-এ তালাক দেওয়া হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। এই প্রবণতা রুখতেই সরকার আইন আনতে চাইছে। তবে নতুন কোনও আইন না এনে বর্তমান কোনও আইনকে সংশোধন করা হতে পারে বলেও শোনা যাচ্ছে।

আরও পড়ুন: দিল্লিতে পুলিশ-গ্যাং লড়াই, মেট্রো স্টেশনের সামনে ৩০ রাউন্ড গুলি

দেশের সর্বোচ্চ আদালত তিন তালাককে অবৈধ ঘোষণা করা সত্ত্বেও যাঁরা এখনও তা মানছেন না, তাঁদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করার কথা ভাবছে আইন মন্ত্রক। ক্যাবিনেট সূত্রের খবর এমনই। তিন তালাক নিষিদ্ধ করার জন্য যে বিল সংসদে পেশ করা হবে, তার খসড়া তৈরির জন্য একটি কমিটিও সরকার গঠন করেছে বলে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Triple Talaq Government Of India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE