তিন তালাকে স্ত্রীকে বিবাহ বিচ্ছেদ দেওয়া শাস্তিযোগ্য ফৌজদারী অপরাধ গ্রাফিক— শৌভিক দেবনাথ।
তিন তালাক দেওয়া স্বামীদের তিন বছর জেলের সাজা কি বৈধ?— এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে যে সমস্ত জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল, তা শোনার আশ্বাস দিয়েছিল আদালত। বুধবার ওই সমস্ত জনস্বার্থ মামলার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল কেন্দ্র।
সোমবারই সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এমএম সুন্দরেশের ডিভিশন বেঞ্চে এ সংক্রান্ত জনস্বার্থ মামলাগুলির শুনানি ছিল। প্রায় সব মামলারই বক্তব্য ছিল এক।
২০১৯ সালে কেন্দ্র প্রণীত মুসলিম মহিলাদের অধিকার আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে মামলাগুলি। যে আইন বলে, তিন তালাকে স্ত্রীকে বিবাহ বিচ্ছেদ দেওয়া শাস্তিযোগ্য ফৌজদারী অপরাধ। আর এই অপরাধে স্বামীকে তিন বছর পর্যন্ত হাজতবাস করতে হতে পারে।
সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ সোমবার জানিয়েছিল নভেম্বরেই এই জনস্বার্থ মামলাগুলি শুনবে আদালত। কিন্তু তার আগেই বুধবার কেন্দ্রের তরফে ওই সমস্ত জনস্বার্থ মামলাগুলির বিরুদ্ধে হলফনামা জমা দেওয়া হল সুপ্রিম কোর্টে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy