Advertisement
E-Paper

ধর্ষণ কাণ্ডে বিধায়কের বিরুদ্ধে চার্জশিট

গ্রেফতার হওয়া বিধায়ক-সহ নাবালিকা পাচার ও ধর্ষণ মামলায় ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে মেঘালয় পুলিশ। শিলংয়ের এসপি (শহর) বিবেক সিয়েম জানান, ৫২ বছর বয়সী বিধায়ক তথা এইচএনএলসি জঙ্গি বাহিনীর প্রতিষ্ঠাতা প্রাক্তন সভাপতি জুলিয়াসের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৪১

গ্রেফতার হওয়া বিধায়ক-সহ নাবালিকা পাচার ও ধর্ষণ মামলায় ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে মেঘালয় পুলিশ। শিলংয়ের এসপি (শহর) বিবেক সিয়েম জানান, ৫২ বছর বয়সী বিধায়ক তথা এইচএনএলসি জঙ্গি বাহিনীর প্রতিষ্ঠাতা প্রাক্তন সভাপতি জুলিয়াসের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। বাকিদের মধ্যে রয়েছে উদ্ধার হওয়া নাবালিকার পালিকা মা মামণি পরভিন, বাবা সন্দীপ বিষয়া, দারিশা মেরি খারবামন, মোনালিসা সাংপ্লিয়াং ও বিধায়কের সঙ্গী তথা প্রাক্তন এইচএনএলসি জঙ্গি সেমফ্রাং খারলুকি।

পুলিশ জানায়, মতিনগর এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী এইচডিআর লিংডোর পরিবারের অতিথিশালা ঘিরে চলছিল ওই যৌনচক্র। ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। লিংডোর পদত্যাগের দাবিতে বিরোধীরা সরব হলেও মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সেই দাবি মানতে চাননি।

অন্য দিকে, প্রাক্তন রাজ্যপাল ভি সন্মুগনাথনের বিরুদ্ধে রাজভবনে শ্লীলতাহানির অভিযোগে রাজ্য তোলপাড়। ওই ঘটনা নিয়ে রাজ্য সরকার তদন্ত করতে পারে কি না— তা নিয়ে আইন বিশেষজ্ঞদের মত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজেপির একাংশের অভিযোগ, গোটা ঘটনায় কংগ্রেস সরকারের হাত রয়েছে। রাজভবনের কয়েক জন কর্মী ষড়যন্ত্র করে প্রবীণ আরএসএস নেতা সন্মুগনাথনের ভাবমূর্তি কালিমালিপ্ত করেছে। বিজেপির তরফেই বার বার নিরপেক্ষ তদন্ত দাবি করা হচ্ছে।

অন্য দিকে গুয়াহাটির আইআইটিতে যৌন নিগ্রহের অভিযোগে নতুন মোড় এসেছে। গৌহাটি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রীকে মাদক মেশানো পানীয় খাইয়ে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগে দুই ছাত্রকে ধরেছে পুলিশ। তাদের জামিনের আর্জিও কাল নাকচ হয়েছে। কিন্তু গৌহাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মৃদুল হাজরিকা জানান, তিন ছাত্রীর মধ্যে দু’জন লিখিত ভাবে জানিয়েছেন— তাঁদের উপর যৌন নির্যাতন ঘটেনি। অবশ্য যে ছাত্রী পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন, তিনি তাঁর বক্তব্যে অনড়। তাঁর দাবি, ঘটনা নিয়ে থানা-পুলিশ করলে শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি খারাপ হবে বলে তাঁর উপরও মামলা তোলার চাপ এসেছে। কিন্তু তিনি দমবেন না। উপাচার্য মৃদুলবাবু জানান, ঘটনাটি নিয়ে জটিলতা থাকায় বিশ্ববিদ্যালয়ের তরফেও ৯ সদস্যের তদন্ত কমিটি গড়া হয়েছে।

কিশোরীকে যৌন নির্যাতন করে ধরা পড়ল দুই ব্যক্তি। গোয়ালপাড়ার ঘটনা। পুলিশ জানায়, জান্নাদুর রহমান ও সৈয়দ মজনুর রহমান নামে গ্রেফতার হওয়া ওই দু’জন প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে অন্যত্র নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায়।

Chargesheet Rape-case
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy