Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

কংগ্রেসে যাচ্ছি, টুইট চেতন ভগতের, তার পর...

এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ চেতনের ওই টুইটের পরেই তুমুল আলোড়ন হয় সোশ্যাল মিডিয়ায়। কিছু ক্ষণের মধ্যেই চেতনের টুইটে ‘লাইক’ হয় ২ হাজারটি। জবাব আসে ১ হাজার জনের কাছ থেকে।

লেখক চেতন ভগত।- ফাইল চিত্র।

লেখক চেতন ভগত।- ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৮ ১৭:১৩
Share: Save:

কংগ্রেসে যাচ্ছেন লেখক চেতন ভগত!

নিজেই টুইট করে রবিবার এ খবর দিয়েছেন চেতন। এও জানিয়েছেন, কর্নাটকে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচারেও নামবেন তিনি। আগামী ১৫ মে ভোট হচ্ছে কর্নাটকে।

‘থ্রি মিসটেক্‌স অফ মাই লাইফ’ ও ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’-এর মতো বেস্টসেলার বইয়ের লেখক চেতন তাঁর টুইটে লিখেছেন, ‘‘আর পারলাম না। দেশ চাইছে, এ বার একটা কিছু ঠিক করে ফেলি। সিদ্ধান্ত নিয়ে ফেলি। তাই নিলাম। কংগ্রেসে যাচ্ছি। কর্নাটকে ভোটের প্রচারে ওদের সাহায্য করব। আরজি (কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী)-কে নিয়ে এ বার উন্নততর ভারত গড়ে তোলা যাক। এই বড় পদক্ষেপের জন্য আরনাদের শুভেচ্ছা চাইছি।’’

এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ চেতনের ওই টুইটের পরেই তুমুল আলোড়ন হয় সোশ্যাল মিডিয়ায়। কিছু ক্ষণের মধ্যেই চেতনের টুইটে ‘লাইক’ হয় ২ হাজারটি। জবাব আসে ১ হাজার জনের কাছ থেকে।

আরও পড়ুন- চেতন ভগতের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ করলেন বেঙ্গালুরুর এক লেখিকা​

আরও দেখুন- সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ট্রোলড হয়েছেন এই ভারতীয় সেলেবরা​

তবে কিছু ক্ষণের মধ্যেই সেই ভুল ভাঙে চেতনের টুইটের শেষে দেওয়া একটি লিঙ্কের সূত্রে। ওই লিঙ্কে গিয়ে জানা যায়, সেটি একটি উইকিপিডিয়া পেজ। যা শুধুই ‘এপ্রিল ফুল্‌স ডে’র জন্যই বানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE