E-Paper

হিংসা বরদাস্ত নয়, বিহার ভোটের আগে জ্ঞানেশ-বার্তা

বিহারের মোকামা বিধানসভা আসনে নির্বাচনী প্রচারের মধ্যেই হিংসার ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচনের মুখে প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টির সমর্থক দুলারচন্দ যাদব খুনে জেডিইউ-র প্রার্থী অনন্ত সিংয়ের গ্রেফতার ঘিরে সরগরম রাজনীতি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ০৯:২১
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। — ফাইল চিত্র।

হিংসার প্রতি কোনও সহনশীলতা নয়। বিহার বিধানসভা নির্বাচনের মুখে আজ কানপুরে আইআইটি-র একটি অনুষ্ঠানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই বার্তা দিযেছেন। সেই সঙ্গে তিনি বিহারের জনগণকে নির্বাচনে অংশ নিতে এবং শান্তিপূর্ণ ভাবে ভোটাধিকার প্রয়োগ করার কথা বলেন। তাঁর কথায়, ‘আমার আবেদন, আপনারা প্রত্যেকে এসে ভোটাধিকার প্রয়োগ করুন। প্রত্যেকে যাতে শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারেন, তার জন্য প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন। কোথাও কোনও রকম হিংসা সহ্য করা হবে না। আমাদের ২৪৩ জন রিটার্নিং অফিসার, অসংখ্য পর্যবেক্ষক, প্রতিটি জেলার কালেক্টর, জেলা আধিকারিক, এসপি, এসএসপি, পুলিশ পর্যবেক্ষক, সবাই প্রস্তুত।’

এর আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেই নিরপেক্ষতার প্রসঙ্গ তুলে ধরে জ্ঞানেশ কুমার বলেন, "বিহার বিধানসভা নির্বাচনে, প্রতিটি রাজনৈতিক দল, তাদের নিজস্ব পদ্ধতিতে, ভোটারদের কাছে তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য আবেদন করছে। আমি আবারও বলতে চাই যে, নির্বাচন কমিশনের কাছে কোনও শাসক বা বিরোধী দলে বলে কিছু নেই, সবাই নিরপেক্ষ। বিহারে প্রথম দফার নির্বাচন ৬ নভেম্বর, দ্বিতীয় দফার নির্বাচন ১১ নভেম্বর এবং গণনা ১৪ নভেম্বর হবে।" তাঁর কথায়, "বিহারের ভোট শুধু মাত্র স্বচ্ছতার সঙ্গে নিরুপদ্রবে সম্পন্ন হবে বলে আশা করছি না, আশা করছি, ভারতীয় নির্বাচনের ইতিহাসে শুধু না বিশ্বের নির্বাচনের ইতিহাসে মানদণ্ড হয়ে থাকবে।"

বিহারের মোকামা বিধানসভা আসনে নির্বাচনী প্রচারের মধ্যেই হিংসার ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচনের মুখে প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টির সমর্থক দুলারচন্দ যাদব খুনে জেডিইউ-র প্রার্থী অনন্ত সিংয়ের গ্রেফতার ঘিরে সরগরম রাজনীতি। এই পরিস্থিতিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Gyanesh Kumar Election Commission of India Bihar Assembly Election 2025 Special Intensive Revision

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy