Advertisement
০৭ মে ২০২৪
Madhya Pradesh

খিদের জ্বালা মেটাতে মধ্যপ্রদেশে কীটনাশক খেল আদিবাসী শিশু!

স্থানীয় সূত্রে খবর, খিদের জ্বালা মেটাতে ওই দিন স্থানীয় একটি রেশন দোকানে ছুটে গিয়েছিল আদিবাসী শিশুটি। সেখানে গিয়ে দোকানের মালিকের কাছেএকটু গম চেয়েছিল সে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
ভোপাল শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ১৬:১১
Share: Save:

অনাহারে শবরদের মৃত্যু নিয়ে কয়েক মাস আগেই তোলপাড় হয়েছিল পশ্চিমবঙ্গ। এ বার সেই ‘তালিকায়’ উঠে এল মধ্যপ্রদেশের নামও। খিদের জ্বালা সহ্য করতে না পেরে সে রাজ্যের রতলমে কীটনাশক খেয়ে ফেলল এক আদিবাসী শিশু। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে সে। ঘটনাটি গত বছরের ৩১ ডিসেম্বরের।

স্থানীয় সূত্রে খবর, খিদের জ্বালা মেটাতে ওই দিন স্থানীয় একটি রেশন দোকানে ছুটে গিয়েছিল আদিবাসী শিশুটি। সেখানে গিয়ে দোকানের মালিকের কাছেএকটু গম চেয়েছিল সে। অভিযোগ, বার বার কাকুতিমিনতি করারপরেও নাকি শিশুটিকে গম দিতে চাননি দোকানের মালিক। গম না পেয়ে তাই কীটনাশক খেয়ে ফেলে শিশুটি।

খবরটি প্রকাশ্যে আসতেই রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। আসরে নেমে পড়েছে জাতীয় শিশু অধিকার ও সুরক্ষা কমিশন। তড়িঘড়ি একটি কমিটি গঠন করে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে তারা। খুব শীঘ্রই সে বিষয়ে রিপোর্ট জমা দেওয়া হবে বলে কমিশন সূত্রে খবর।

আরও পড়ুন: স্ত্রীকে ফেসবুকে ‘অশালীন’ মন্তব্য, থানায় ঢুকে পুলিশের সামনেই যুবককে মার জেলাশাসকের

আরও পড়ুন: ‘অভিনেতাকে অহেতুক আক্রমণ করা হচ্ছে’, নাসিরুদ্দিনের পাশে অমর্ত্য সেন

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE