Advertisement
E-Paper

সীমান্ত লঙ্ঘন না করার প্রতিশ্রুতি দিল চিন, সরঞ্জাম ফেরাল ভারত

অরুণাচলে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) লঙ্ঘন করে রাস্তা তৈরি করবে না চিন। সীমান্ত বৈঠকে চিনের প্রতিনিধিরা এমনই প্রতিশ্রুতি দিয়েছেন। ভারতীয় সেনা সূত্রেই  এ খবর জানা গিয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৮ ২৩:২৪
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

অরুণাচলে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) লঙ্ঘন করে রাস্তা তৈরি করবে না চিন। সীমান্ত বৈঠকে চিনের প্রতিনিধিরা এমনই প্রতিশ্রুতি দিয়েছেন। ভারতীয় সেনা সূত্রেই এ খবর জানা গিয়েছে।

অরুণাচল প্রদেশের টুটিং-এ এলএসি পেরিয়ে ভারতীয় এলাকায় ঢুকে চিন রাস্তা তৈরি শুরু করেছিল। ভারতীয় বাহিনী চিনা কনস্ট্রাকশন পার্টিকে বাধা দেয়। বাজেয়াপ্ত করা হয় রাস্তা নির্মাণের সরঞ্জামও। সেনা সূত্রের খবর, সীমান্ত বৈঠকের পর সে সব সরঞ্জাম ফিরিয়ে দিচ্ছে ভারত। চিনও কথা দিয়েছে, এলএসি যাতে আবার লঙ্ঘিত না হয়, সে বিষয়ে তারা সতর্ক থাকবে।

‘‘টুটিং-এর সমস্যার সমাধান হয়ে গিয়েছে। দু’দিন আগে একটা বর্ডার পার্সোনেল মিটিং (সীমান্ত বৈঠক) হয়েছে।’’ সোমবার এ কথা বলেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। টিওআই সূত্রে এ খবর পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: চূড়ান্ত পর্যায়ে মতানৈক্য, ভেস্তে গেল ভারতে মাইনসুইপার নির্মাণ প্রকল্প

আরও পড়ুন: সন্ত্রাস রোখার দায় একা পাকিস্তানের নয়: চিন

২০১৭-র ডিসেম্বরে অরুণাচল প্রদেশে সীমান্ত লঙ্ঘনের ঘটনা ঘটে। গত ২৬ ডিসেম্বর চিনা রোড কনস্ট্রাকশন পার্টি এলএসি পেরিয়ে ভারতীয় এলাকায় ঢুকে পড়ে বলে জানা গিয়েছিল। টুটিং এলাকার বিশিং-এর কাছে তারা সীমান্ত লঙ্ঘন করেছিল বলে খবর। বিশিং-এর কাছেই ব্রহ্মপুত্র নদ (স্থানীয় নাম সিয়াং) তিব্বত থেকে অরুণাচল প্রদেশে ঢুকেছে। এলএসি পেরিয়ে চিনারা ভারতীয় এলাকায় ঢুকেছিল ঠিকই, তবে ব্রহ্মপুত্র পেরনোর চেষ্টা তারা করেনি। যে এলাকা দিয়ে ভারতে ঢুকেছিল চিনা রোড কনস্ট্রাকশন পার্টি, সেখান থেকে নিকটবর্তী আইটিবিপি পোস্টের দূরত্ব ২ কিলোমিটার। স্থানীয় বাসিন্দারাই আইটিবিপি-র কাছে খবর পৌঁছে দেন। গত ২৮ ডিসেম্বর ভারতীয় সেনা এবং আইটিবিপি-র যৌথ দল ঘটনাস্থলে পৌঁছয় বলে খবর। চিনা রোড কনস্ট্রাকশন পার্টিকে কাজ বন্ধ করে নিজেদের এলাকায় ফিরে যেতে বলে ভারতীয় বাহিনী। দু’টি জেসিবি এবং অন্যান্য নির্মাণ সামগ্রী নিয়ে ভারতে ঢুকেছিল চিনারা। সে সব বাজেয়াপ্ত করে ভারতীয় বাহিনী। টিউব থেকে হাওয়া বার করে দেওয়া হয়, জেসিবি-র চেন খুলে নেওয়া হয়।

অরুণাচল প্রদেশের টুটিং-এ এলএসি পেরিয়ে ভারতীয় এলাকায় ঢুকে চিন রাস্তা তৈরি শুরু করেছিল। ভারতীয় বাহিনী চিনা কনস্ট্রাকশন পার্টিকে বাধা দেয়। ছবি: রাজীবাক্ষ রক্ষিত।

চিনা কনস্ট্রাকশন পার্টি ফিরে গেলেও সীমান্তের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল না। সেই কারণেই ভারতীয় ও চিনা বাহিনীর আধিকারিকরা সীমান্ত বৈঠকে বসেন বলে স্থানীয় সূত্রের খবর। গত ৬ জানুয়ারি ওই বৈঠক হয়েছে। ব্রিগেড কম্যান্ডার স্তরের আধিকারিকরা ওই বৈঠকে অংশ নিয়েছিলেন বলে জানা গিয়েছে। অরুণাচল সীমান্তে আর যাতে এলএসি লঙ্ঘিত না হয়, সে বিষয়ে তাঁরা সতর্ক থাকবেন বলে চিনা আধিকারিকরা জানান। চিনের যে সব সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছিল, সেগুলি ফিরিয়ে দিতেও ভারত রাজি হয় বলে জানা গিয়েছে।

India China LAC Arunachal Pradesh ভারত চিন অরুণাচল প্রদেশ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy