Advertisement
E-Paper

সীমান্তে বাড়ছে চিনা সেনা, সতর্ক করল আমেরিকা

ভারত সীমান্তে চিন বাড়তি সেনা মোতায়েন করেছে বলে জানাল আমেরিকা। ওয়াশিংটনের মতে, চিন-ভারত সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করেছে বেজিং।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ মে ২০১৬ ০৩:৩১

ভারত সীমান্তে চিন বাড়তি সেনা মোতায়েন করেছে বলে জানাল আমেরিকা। ওয়াশিংটনের মতে, চিন-ভারত সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করেছে বেজিং।

আজ মার্কিন কংগ্রেসে চিনের সামরিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে পেন্টাগন। তা নিয়ে আলোচনার সময়ে প্রতিরক্ষা দফতরের সহকারী সচিব আব্রাহাম এম ডেনমার্ক জানান, ভারত সীমান্তে চিনের তৎপরতা মার্কিন গোয়েন্দাদের চোখে পড়েছে। এশিয়ার অন্য অনেক প্রান্তেও সামরিক শক্তিপ্রদর্শন করতে চাইছে বেজিং। সে ক্ষেত্রে পাকিস্তানের মতো বন্ধু দেশকে কাজে লাগাবে তারা। আবার চিনা নাগরিক ও বিনিয়োগকে রক্ষা করতে দেশ থেকে বহুদূরের সাগরে টহল দেওয়ার দাবি বাড়াচ্ছে চিনা নৌসেনা। ডেনমার্কের কথায়, ‘‘চিনের এই শক্তি প্রদর্শনের পিছনে আসল উদ্দেশ্য এখনও বোঝা যায়নি।’’

সম্প্রতি কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় চিনাদের উপস্থিতি টের পায় ভারতীয় সেনা। উত্তর কাশ্মীরের নওগাম সেক্টরে পাক সেনার পোস্টে বেশ কিছু চিনা সেনা অফিসার রয়েছেন বলে রিপোর্ট দেয় তারা। পাক সেনার রেডিও বার্তায় আড়ি পেতে জানা যায় চিনারা সীমান্তে কিছু পরিকাঠামো তৈরি করছে। নওগামের পাশাপাশি টাংধর সেক্টরেও চিনা সেনার উপস্থিতির কথা জানতে পারেন গোয়েন্দারা। টাংধরে একটি বড় জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করছে এক চিনা সংস্থা। ভারতের কৃষ্ণগঙ্গা প্রকল্পের জবাবে বেজিং পাকিস্তানকে ওই প্রকল্প তৈরি করতে সাহায্য করছে। তাছাড়াও পাক-অধিকৃত কাশ্মীরে বেশ কিছু প্রকল্পে বিনিয়োগ করেছে চিন। সেই প্রকল্পগুলি রক্ষার নামে ওই এলাকায় চিন সেনা পাঠাচ্ছে বলে ধারণা ভারতীয় গোয়েন্দাদের। আবার লিপা উপত্যকায় চিনা সেনা কিছু সুড়ঙ্গ খুঁড়ছে বলেও জানতে পেরেছে দিল্লি। কারাকোরাম উপত্যকায় পৌঁছতে একটি বিকল্প পথ তৈরি করতে চায় চিন ও পাকিস্তান। সুড়ঙ্গগুলি তারই প্রথম ধাপ বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা। ভারতকে চাপে রাখতেই ইসলামাবাদ-বেজিং অক্ষ এই পদক্ষেপ করেছে বলে মনে করে সাউথ ব্লক। আমেরিকার এই রিপোর্ট ভারতের হাতে থাকা তথ্যকেই সমর্থন করল বলে মনে করছেন ভারতীয় কূটনীতিকেরা।

ঘটনাচক্রে এ দিনই পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে (এনএসজি) ভারতকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব ফের সমর্থন করেছে আমেরিকা। ওই প্রস্তাবের ঘোরতর বিরোধী চিন ও পাকিস্তান। বেজিংয়ের দাবি, পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষর না করলে কোনও দেশকে এনএসজি-র অন্তর্ভুক্ত করা উচিত নয়।

America china Indian border
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy