অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবই। সরকারি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। ওই সূত্র মারফত জানা গিয়েছে প্রধান বিচারপতির শরীরে সংক্রমণ রয়েছে।
তবে ওই সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রধান বিচারপতি। দু’-তিন দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে এবং তিনি কাজে যোগ দেবেন বলে ওই সূত্রের দাবি।
গত ১২ জুলাই হায়দরাবাদের নালসাল আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়েছিলেন প্রধান বিচারপতি গবই। সেই দিন তিনি একাধিক কর্মসূচিতে যোগ দেন। সেই সময়েই তিনি সংক্রামিত হন বলে সূত্র মারফত জানা গিয়েছে।