Advertisement
০৪ অক্টোবর ২০২৩

উল্কাপাতে মৃত্যু তামিলনাড়ুতে? হলে পৃথিবীতে দু’শো বছর পর

দুর্ঘটনায় তামিলনাড়ুতে এক ব্যক্তির মৃত্যু নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিশ্ব জুড়ে। সরকারি এবং স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, একটি উল্কার আঘাতে মৃত্যু হয়েছে কামরাজ (৪০) নামে ওই ব্যাক্তি। আর সেই দাবি যদি সত্যি হয়, তবে দুই শতকের মধ্যে কামরাজই হবেন প্রথম ব্যাক্তি যিনি উল্কার ঘায়ে মারা গেলেন। দুর্ঘটনার সঠিক কারণ খুঁজতে ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছেন বিজ্ঞানীরা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪২
Share: Save:

দুর্ঘটনায় তামিলনাড়ুতে এক ব্যক্তির মৃত্যু নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিশ্ব জুড়ে। সরকারি এবং স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, একটি উল্কার আঘাতে মৃত্যু হয়েছে কামরাজ (৪০) নামে ওই ব্যাক্তি। আর সেই দাবি যদি সত্যি হয়, তবে দুই শতকের মধ্যে কামরাজই হবেন প্রথম ব্যাক্তি যিনি উল্কার ঘায়ে মারা গেলেন। দুর্ঘটনার সঠিক কারণ খুঁজতে ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছেন বিজ্ঞানীরা।

ভেল্লোরের পুলিশ সুপার বলেন, “শনিবার দুপুরে স্থানীয় একটি ইঞ্জিনিয়ারিং স্কুলের বাইরে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, এর অভিঘাতে প্রায় দু’ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। ওই দুর্ঘটনায় স্কুলের এক বাস চালক গুরুতর জখম হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আমাদের ধারণা দুর্ঘটনার কারণ উল্কাপাত।” দুর্ঘটনায় এক ছাত্র এবং দুই মালি আহত হয়েছেন। স্থানীয় একটি হাসপাতালে তাদের চিকিত্সা চলছে।

তবে দুর্ঘটনার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পুলিশ সুপার বলেন, “প্রাথমিক ভাবে এটা উল্কাপাতের ঘটনা বলে মনে হচ্ছে। তবে যত ক্ষণ পর্যন্ত বিজ্ঞানীরা বিষয়টি নিশ্চিত করছেন, তত ক্ষণ এর থেকে বেশি কিছু বলা সম্ভব না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE