Advertisement
০৪ মে ২০২৪
Amit Shah

নয়া দণ্ডবিধিতে তিন মাসে চূড়ান্ত রিপোর্ট

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের লক্ষ্য, নভেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হওয়া শীতকালীন অধিবেশনে ওই তিনটি বিল উভয় কক্ষে পাশ করিয়ে নেওয়া।

amit shah.

অমিত শাহ। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৩ ০৭:৫৪
Share: Save:

বাদল অধিবেশনের শেষ দিনে একেবারে শেষ বেলায় দেশের আইনব্যবস্থাকে ঢেলে সাজাতে তিনটি বিল লোকসভায় পেশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম নামে ওই তিনটি বিল লোকসভায় পেশ করেই তা আলোচনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের স্থায়ী কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়। সূত্রের মতে, আগামী তিন মাসের মধ্যে ওই কমিটিকে ওই তিনটি বিল নিয়ে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের লক্ষ্য, নভেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হওয়া শীতকালীন অধিবেশনে ওই তিনটি বিল উভয় কক্ষে পাশ করিয়ে নেওয়া। কারণ যে হেতু বিলটি লোকসভায় পেশ হয়েছে, তাই এই লোকসভার মেয়াদ শেষ হলেই বিলটি তামাদি হয়ে যাবে। তাই তড়িঘড়ি বিলটি পাশ করিয়ে নেওয়ার পক্ষপাতী মোদী সরকার। গত কাল স্বরাষ্ট্র মন্ত্রকের স্থায়ী কমিটির বিজেপি সদস্যদের নৈশভোজে ডেকেছিলেন অমিত শাহ।

সূত্রের মতে, ঘনঘন সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকে বিলটি যাতে দ্রুত পাশ করিয়ে নেওয়া যায়, বৈঠকে তার উপরে জোর দেন শাহ। তবে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির মেয়াদ শেষ হতে চলেছে। সূত্রের মতে, তার আগেই বিলটি নিয়ে আলোচনার লক্ষ্যে কাজ শুরু হয়ে যাওয়ায় ওই কমিটির অধিকাংশ দলীয় সদস্যকেই রেখে দেওয়ার পক্ষপাতী বিজেপি নেতৃত্ব। ইন্ডিয়ান পেনাল কোড (ভারতীয় দণ্ডবিধি), ক্রিমিনাল প্রসিজ়িয়র কোড (ফৌজদারি দণ্ডবিধি), (১৮৯৮), ১৯৭৩ এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট— এই তিনটি আইনকে ঢেলে সাজাতেই নতুন ওই তিনটি বিল এনেছে কেন্দ্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amit Shah Central Government New Bill
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE