Advertisement
২৫ এপ্রিল ২০২৪

গো-রক্ষকদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

গো-রক্ষার নামে এত দিন পিটিয়ে হত্যা, মারধরের অভিযোগ উঠেছে। এ বার ছিনতাইয়ের অভিযোগ! ঘটনাটি হরিয়ানার রোহতকের।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
রোহতক শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ০৩:৪৩
Share: Save:

গো-রক্ষার নামে এত দিন পিটিয়ে হত্যা, মারধরের অভিযোগ উঠেছে। এ বার ছিনতাইয়ের অভিযোগ! ঘটনাটি হরিয়ানার রোহতকের। উত্তরপ্রদেশের বাসিন্দা নৌশাদ মহম্মদ সোমবার অভিযোগ করেছেন, গো-রক্ষকেরা তাঁকে রাস্তায় ফেলে মারধর করে। সেই হট্টগোলের সুযোগে তাঁর দু’হাজার টাকাও ছিনতাই হয়ে যায়। মোদী বলেছিলেন, গো-রক্ষার নামে আইন হাতে তুলে নেওয়া বরদাস্ত করা হবে না। তা সত্ত্বেও উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থানে গো-তাণ্ডব অব্যাহত। গত শনিবার রাতে রোহতকে নিগৃহীত হন উত্তরপ্রদেশের চারখি-দাদরির বাসিন্দা নৌশাদ। গত দশ বছর ধরে তিনি গ্রামের ডেয়ারিতে কাজ করছেন। নৌশাদ বলেন, ‘‘শনিবার রাতে একটি মোষ এবং দুটি বাছুর নিয়ে বিক্রি করতে যাচ্ছিলাম। সেই সময় এক গো-রক্ষক দলবল নিয়ে আমাকে গরু পাচারকারী বলে মারধর শুরু করে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Snatching Gau Rakshak Haryana Rohtak
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE