Advertisement
০৭ মে ২০২৪

মৌলবাদ রুখতে সম্মেলন

মালয়েশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলিকে নিয়ে একটি বড় মাপের সম্মেলনের আয়োজন করতে চায় ভারত। বিষয়, মৌলবাদের ভূত যুবসমাজের ঘাড় থেকে নামানো।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৭ ০৩:১৮
Share: Save:

মালয়েশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলিকে নিয়ে একটি বড় মাপের সম্মেলনের আয়োজন করতে চায় ভারত। বিষয়, মৌলবাদের ভূত যুবসমাজের ঘাড় থেকে নামানো।

সম্প্রতি ভারত সফর করে গেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নজীব রাজাক। ভারতীয় নেতৃত্বের সঙ্গে শীর্ষ বৈঠকে সম্মেলনের বিষয়টি চূড়ান্ত করেন রাজাক। আজ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, ‘‘মালয়েশিয়া অনুরোধ করেছে একটি আন্তর্জাতিক মাপের সম্মেলন করার। আমরা এই প্রস্তাব গ্রহণ করেছি। আসিয়ান গোষ্ঠীভূক্ত দেশগুলিকে নিয়ে এই সম্মেলন করা হবে।’’

আন্তঃসীমান্ত সন্ত্রাস রোধ নিয়েও আলোচনা হবে ওই বৈঠকে। সুষমার কথায়, ‘‘মৌলবাদ শুধু কেন্দ্রের নয়, রাজ্যগুলিরও সমস্যা। রাজ্যগুলির সঙ্গেও আমরা কথা বলছি।’’ লোকসভায় বিষয়টি নিয়ে আলোচনার সময়ে এআইএমআইএম-এর সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি প্রস্তাব দেন, মৌলবাদের বিরুদ্ধে বার্তা দিতে উলেমাদের সাহায্য নিতে। সুষমা এই প্রস্তাবের প্রশংসা করে জানিয়েছেন, সরকার বিষয়টি বিবেচনা করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fundamentalism
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE