লালকেল্লায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলছেন, নোট বাতিলের জেরে নতুন ৫৬ লক্ষ লোক আয়কর রিটার্ন ফাইল করেছেন। আর্থিক সমীক্ষা বলছে, নোট বাতিলের পরে করদাতার সংখ্যা ৫.৪ লক্ষ বেড়েছে। মে মাসেই অরুণ জেটলি বলেছিলেন, ৯১ লক্ষ নতুন করদাতা জালে পড়েছেন। আবার চলতি মাসেই অর্থ মন্ত্রক সংসদে জানিয়েছে, বাড়তি করদাতার সংখ্যা ৩৩ লক্ষ।
নোট বাতিলের লাভ নিয়ে নরেন্দ্র মোদী সরকারেরই নানা রকম তথ্য নিয়ে ফেসবুক-টুইটারে কটাক্ষ, সমালোচনা আর রসিকতার ধাক্কায় আজ মাঠে নামতে হল অর্থ মন্ত্রক ও আয়কর দফতরকে।
দীর্ঘ ব্যাখ্যা দিয়ে অর্থ মন্ত্রকের দাবি, সবার উপরে প্রধানমন্ত্রীই সত্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের বক্তৃতায় যা বলেছেন, সেটাই ঠিক। আয়কর দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ৫৬ লক্ষ অতিরিক্ত আয়কর রিটার্ন ফাইল হয়েছে। এ বছরের ১ এপ্রিল থেকে ৫ অগস্ট পর্যন্ত ২.৭৯ কোটি মানুষ রিটার্ন ফাইল করেছেন। যা গত বছর ছিল ২.২৩ কোটি। অর্থাৎ, বাড়তি ৫৬ লক্ষ মানুষ রিটার্ন ফাইল করেছেন। ফলে তথ্যে কোনও অসঙ্গতি নেই।