Advertisement
২৪ এপ্রিল ২০২৪

কংগ্রেস-এনসিপি জোট অঙ্কে কৃষক আন্দোলন

আসন সমঝোতা করতে বসে মহারাষ্ট্রে চাষিদের ‘লং মার্চ’ ও কৃষকদের আন্দোলনের কথা মাথায় রাখছে কংগ্রেস এবং এনসিপি।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ০৩:১৯
Share: Save:

আসন সমঝোতা করতে বসে মহারাষ্ট্রে চাষিদের ‘লং মার্চ’ ও কৃষকদের আন্দোলনের কথা মাথায় রাখছে কংগ্রেস এবং এনসিপি।

আজ এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার জানিয়েছেন, মহারাষ্ট্রের ৪৮টি লোকসভা আসনের মধ্যে ৪৫টি আসনে দু’দলের মধ্যে সমঝোতা হয়ে গিয়েছে। এনসিপি-র ভাগ থেকে একটি আসন কৃষক সংগঠন, স্বাভিমানী শেতকারি সংগঠনের প্রধান রাজু শেট্টিকে দেওয়া হবে। রাজু এখন লোকসভায় নির্দল সাংসদ হিসেবে আছেন। অন্য দিকে কংগ্রেস নিজের ভাগ থেকে কিছু আসন বামেদের দিতে পারে। সূত্রের খবর, নাশিকের যে অঞ্চল থেকে সিপিএমের কৃষক সভার লং মার্চ শুরু হয়েছিল, সেখানকার একটি আসনে সিপিএমের রাজ্য নেতা পাণ্ডুরাম গাভিটকে প্রার্থী করা হতে পারে।

গত বুধবার দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে পওয়ারের বৈঠক হয়। পওয়ার জানিয়েছেন, দু-তিনটি আসন নিয়েই সমঝোতা বাকি রয়েছে। কে কতগুলি আসনে লড়বে, তা খোলসা করতে চাননি পওয়ার। তবে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনা উড়িযে দিয়েছেন পওয়ার। রাজ সম্প্রতি পওয়ারের সঙ্গে দেখা করেছিলেন। পওয়ারের দাবি, রাজ তাঁর ছেলের বিয়ের নিমন্ত্রণ করতে এসেছিলেন। গত লোকসভা ভোটে মহারাষ্ট্রে কংগ্রেস, এনসিপি জোট বেঁধে লড়লেও পরে বিধানসভা ভোটে দুই দলের জোট হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Farmer Protest Congress NCP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE