Advertisement
E-Paper

মোদীকে কাশ্মীর নিয়ে তোপ কংগ্রেসের

কাশ্মীর নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে তুলোধনা করল সনিয়া গাঁধীর তৈরি কংগ্রেসের কমিটি। অভিযোগ, ইউপিএ আমলে কাশ্মীর নিয়ে যে সব পদক্ষেপ করা হয়েছিল, মোদী জমানায় সে সব ধুয়েমুছে গিয়েছে। উপত্যকার পরিস্থিতি তাই ক্রমশ খারাপ হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০১৭ ০২:৫৬

কাশ্মীর নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে তুলোধনা করল সনিয়া গাঁধীর তৈরি কংগ্রেসের কমিটি। অভিযোগ, ইউপিএ আমলে কাশ্মীর নিয়ে যে সব পদক্ষেপ করা হয়েছিল, মোদী জমানায় সে সব ধুয়েমুছে গিয়েছে। উপত্যকার পরিস্থিতি তাই ক্রমশ খারাপ হচ্ছে।

মোদী সরকারের দ্বিতীয় বছর থেকেই কাশ্মীর পরিস্থিতি খারাপ হতে শুরু করে। এখন তা অগ্নিগর্ভ। যা নিয়ে বেশি জেরবার হতে হচ্ছে বিজেপিকেই। মোদী নিজে এখনও পর্যন্ত কাশ্মীর নিয়ে প্রকাশ্যে সে ভাবে কিছু বলেননি। যদিও তাঁর সেনাপতি অমিত শাহ বলছেন, কাশ্মীরের সমস্যা নতুন নয়, পরিস্থিতি অচিরেই শান্ত হবে। কিন্তু তা হচ্ছে না। প্রশ্ন উঠছে, রাজ্যে ক্ষমতা ধরে রাখার জন্য একেবারে বিপরীত মেরুর পিডিপি-র সঙ্গে বিজেপির জোট গড়া নিয়েও। তা ছাড়া অতীতে বাজপেয়ীর নেতৃত্বে বিজেপি সরকার যে ভাবে বিরোধীদের সঙ্গে কথা বলেছে, মোদী সরকার তা করছে না। এই পরিস্থিতিতে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী কাশ্মীর পরিস্থিতি নিয়ে নীতি রূপায়ণের জন্য দলের মধ্যেই একটি কমিটি তৈরি করেছেন। মনমোহন সিংহের নেতৃত্বে সেই কমিটির আজই প্রথম বৈঠক হল।

বৈঠকের পর কমিটির সদস্য অম্বিকা সোনি বলেন, সকলেই খোলা মনে কথা বলেছেন। জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে সকলেই উদ্বিগ্ন। কংগ্রেস আমলে কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্তরে অনেক পদক্ষেপ করা হয়েছিল। কিন্তু সে সব এখন ধুয়েমুছে গিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন কাশ্মীর থেকে আসা দলের নেতা গুলাম নবি আজাদও। তামিলনাড়ুতে জরুরি কাজে ব্যস্ত থাকায় পি চিদম্বরম থাকতে পারেননি।

কংগ্রেসের দাবি মানতে নারাজ বিজেপি। এক নেতা বলেন, বিজেপির সমালোচনা না করে কংগ্রেসের উচিত নিজেদের মূল্যায়ন করা। কাশ্মীরের এই পরিস্থিতির জন্য দায়ী কংগ্রেস। জওহরলাল নেহরুর ব্যর্থতার কারণেই আজ কাশ্মীরের এই হাল।

Kashmir Narendra Modi Congress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy