Advertisement
০২ মে ২০২৪
National News

গুজরাতের ৪২ বিধায়ককে বেঙ্গালুরুতে মিডিয়ার সামনে আনল কংগ্রেস

৪২ বিধায়ককে নিয়ে বেঙ্গালুরুতে সাংবাদিক সম্মেলন করল কংগ্রেস। বিধায়করা প্রাণভয়ে বিজেপি শাসিত গুজরাত ছেড়ে কংগ্রেস শাসিত কর্নাটকে আশ্রয় নিয়েছেন বলে দলের তরফে দাবি করা হয়েছে।

গুজরাত ছেড়ে কর্নাটকে আশ্রয় নেওয়া কংগ্রেস বিধায়করা।— ফাইল ছবি।

গুজরাত ছেড়ে কর্নাটকে আশ্রয় নেওয়া কংগ্রেস বিধায়করা।— ফাইল ছবি।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৭ ১৯:৪৯
Share: Save:

গুজরাত বিধানসভার ৪২ জন বিধায়ককে আজ, রবিবার মিডিয়ার সামনে আনল কংগ্রেস। গুজরাতের রাজধানী গাঁধীনগরে নয়, কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে বিধায়কদের নিয়ে এই সাংবাদিক সম্মেলন আয়োজিত হল। শনিবারই দলীয় বিধায়কদের বড় অংশকে গুজরাত থেকে বেঙ্গালুরুতে সরিয়ে দিয়েছে কংগ্রেস। এ দিন কংগ্রেসের তরফে জানানো হল, প্রাণভয়ে গুজরাত ছেড়ে কর্নাটকে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন কংগ্রেস বিধায়করা। রাজ্যসভা নির্বাচনের আগে কংগ্রেস থেকে বিধায়কদের ভাঙিয়ে নিতে বিজেপি তাঁদের উপর প্রবল চাপ সৃষ্টি করছে বলে কংগ্রেসের দাবি। বিধায়করা প্রাণনাশের আশঙ্কা করছেন বলেও কংগ্রেসের অভিযোগ।

১৮২ সদস্যের গুজরাত বিধানসভায় কংগ্রেসের আসনসংখ্যা ছিল ৫৭। কিন্তু সপ্তাহখানেক আগে রাজ্য কংগ্রেসের সবচেয়ে প্রভাবশালী নেতা শঙ্করসিন বাঘেলা দল ছাড়েন এবং তার পর থেকে কংগ্রেস বিধায়ক দলে ব্যাপক ভাঙন শুরু হয়। ইতিমধ্যেই ৬ বিধায়ক ইস্তফা দিয়েছেন। তাঁদের মধ্যে তিন জন বিজেপিতে যোগ দিয়েছেন। আরও অনেক কংগ্রেস বিধায়ক রাজ্যসভা নির্বাচনের দিন দলীয় হুইপ অগ্রাহ্য করে বিজেপি প্রার্থীকে ভোট দিতে প্রস্তুত বলে বিজেপির দাবি।

৬ বিধায়ক ইস্তফা দেওয়ার পরে গুজরাত বিধানসভায় এখন কংগ্রেসের টিকিটে নির্বাচিত বিধায়কের সংখ্যা ৫১। তাঁদের সকলকে কিন্তু এখনও কংগ্রেস শাসিত কর্নাটকে নিয়ে যেতে পারেননি রাহুল গাঁধীরা। এখনও পর্যন্ত ৪২ জন বিধায়ককে এক জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। ফলে ৮ অগস্ট রাজ্যসভা নির্বাচনের দিন ক্রস ভোটিং-এর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়ার পর রাজ্যসভায় বিজেপির তৃতীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বলবন্তসিন রাজপুত। তাতেই কঠিন হয়েছে আহমেদ পটেলের লড়াই। ছবি: পিটিআই।

তিনটি আসনে নির্বাচন হচ্ছে গুজরাতে। অঘটন না ঘটলে দু’টি আসনে অমিত শাহ এবং স্মৃতি ইরানির জয় নিশ্চিত। তৃতীয় আসনে কংগ্রেসের প্রার্থী আহমেদ পটেল এবং বিজেপির প্রার্থী বলবন্তসিন রাজপুতের জোর লড়াই এখন। বিধানসভার সদস্যসংখ্যা এই মুহূর্তে যেখানে পৌঁছেছে, তাতে ৪৪টি করে ভোট পেলেই এক জন প্রার্থী নির্বাচিত হতে পারবেন। অমিত শাহ এবং স্মৃতি ইরানিকে ৪৪টি করে ভোট দিয়েও বিজেপির হাতে থাকবে অতিরিক্ত ৩৪টি ভোট। যে ৯ কংগ্রেস বিধায়ক এখনও বেঙ্গালুরু পৌঁছননি, তাঁরা যদি বিজেপির দিকে ভোট দেন, তা হলে বলবন্তসিন রাজপুত পাবেন ৪৩টি ভোট। কিন্তু আহমেদ পটেলের ঝুলিতে এখনও ৪২টির বেশি ভোট দেখা যাচ্ছে না। গুজরাত বিধানসভায় অবশ্য এনসিপি-র ২টি এবং জেডি(ইউ)-এর ১টি আসন রয়েছে। এই তিন জনের সমর্থন আহমেদ পটেলই পাচ্ছেন বলে কংগ্রেসের দাবি। সে ক্ষেত্রে পটেলের ভোট পৌঁছে যাবে ৪৫-এ। তৃতীয় আসনে তিনি জিতে যাবেন। কিন্তু এনসিপি এবং জেডি(ইউ) পটেলকে ভোট দেবে কি না, তা নিয়েও সংশয় বিস্তর।

আরও পড়ুন: বিজেপিকে খোঁচা দিয়ে টুইট শরদের, ঘরেই অস্বস্তির মুখে নীতীশ

গুজরাতের বিস্তীর্ণ এলাকা এখন বানভাসি। সবেচেয়ে ক্ষতিগ্রস্ত যে জেলা, সেই বনসকাঁঠার তিন কংগ্রেস বিধায়কও এখন বেঙ্গালুরুতে। এ নিয়ে বিজেপি তীব্র আক্রমণ শুরু করেছে আহমেদ পটেলকে। গুজরাত বিজেপি বলছে, আহমেদ পটেল নিজের জয় ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতেই রাজি নয়। তাই বন্যাদুর্গত বনসকাঁঠার মানুষের পাশে না দাঁড়িয়ে বেঙ্গালুরুতে উড়িয়ে নিয়ে গিয়েছেন বিধায়কদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE