রাহুল গান্ধী বলেছিলেন, নরেন্দ্র মোদী জন্মগত ভাবে ওবিসি ছিলেন না। তাঁর জন্মের পাঁচ দশক পরে নরেন্দ্র মোদীর তেলি সম্প্রদায় ওবিসি তালিকাভুক্ত হয়েছিল। এ বার গুজরাত কংগ্রেস আরও এক কদম এগিয়ে অভিযোগ তুলল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে উচ্চবর্ণেরও উচ্চ শ্রেণির মানুষ। তিনি নিজেকে ওবিসি পরিচয় দিয়ে গোটা দেশকে ঠকাচ্ছেন।
আজ গুজরাতের প্রদেশ কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শক্তিসিন গোহিল অভিযোগ তুলেছেন, মোদী সমাজ কোনও দিনই ওবিসি ছিল না। এখনও নেই। নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০২ সালে তাঁর মোঢ়ঘাঞ্চী সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করে গুজরাত সরকার বিজ্ঞপ্তি জারি করেছিল। রাহুল গান্ধী এর আগে একই অভিযোগ তোলায় বিজেপি যুক্তি দিয়েছিল, ১৯৯৯ সালে ওই সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়। সে সময় মোদী মুখ্যমন্ত্রী ছিলেন না। গোহিলের প্রশ্ন, ১৯৯৯ সালে তালিকাভুক্ত করা হলে ২০০২ সালে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কেন!
কংগ্রেস নেতা গোহিলের আরও অভিযোগ, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখার আগে মোদী কোনও দিন নিজেকে তেলি সম্প্রদায়ের উপজাতি মোঢ়ঘাঞ্চী বলেও দাবি করেননি। তিনি আসলে মোঢ়বণিক সম্প্রদায়ের সন্তান। যাঁদের পেশা ব্যবসা। নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ার পরে মুম্বইয়ের মোদী সমাজের বৈঠকে বলা হয়েছিল, উচ্চবর্ণের বণিক সম্প্রদায়ের কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন। মোদী-পদবি নিয়ে মন্তব্য করার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে পূর্ণেশ মোদী আদালতে মামলা করেছিলেন। তিনিও বলেছেন, মোদীরা মোঢ়বণিক সম্প্রদায়ের ব্যবসায়ী।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)