স্থানীয় একটি ধর্মস্থান নিয়ে আদালতের নির্দেশে উত্তপ্ত উত্তরপ্রদেশের সম্ভল। পুলিশের গুলিতে চার বিক্ষোভকারীর মৃত্যুতে পরিস্থিতি আরও জটিল হয়েছে। অভিযোগ, আজ ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার সময়ে পুলিশের বাধার মুখে পড়ে কংগ্রেসের একটি প্রতিনিধি দল। ক্ষোভ প্রকাশ করে উত্তরপ্রদেশের কংগ্রেস নেত্রী আরাধনা মিশ্র বলেছেন, ‘‘সম্পূর্ণ অরাজকতা চলছে।’’
আরাধনা বলেন, ‘‘সত্যাসত্য জানতে আমাদের একটি প্রতিনিধি দল গিয়েছিল। এটা খুবই দুর্ভাগ্যজনক, ওদের আটকে দেওয়া হয়েছে। আমার বাড়ির বাইরে পুলিশি পাহারা বসানো হয়েছে। সম্পূর্ণ অরাজকতা চলছে। মানুষ জানতে চায়, ঠিক কী হয়েছে। একটা মানুষকে যখন তাঁর বাড়ির বাইরে যেতে দেওয়া হয় না, তখন আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে যায়।’’ উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাইকেও নোটিস ধরিয়েছে পুলিশ। বলা হয়েছে, তিনি যেন সম্ভলে না যান। নোটিসে লেখা হয়েছে, সম্ভল জেলার ‘শান্তি ও স্পর্শকাতর সাম্প্রদায়িক অবস্থার কথা মাথায় রেখে’ যেন সম্ভলে যাওয়ার যে পরিকল্পনা রয়েছে, তা স্থগিত রাখা হয়। অজয় বলেন, ‘‘ওদের বক্তব্য, আমরা গেলে ঝামেলা হবে। কিন্তু আমরাও ঝামেলা চাই না।’’ উল্লেখ্য, গত কাল সম্ভল যাওয়ার পথে সমাজবাদী পার্টির প্রতিনিধি দলকেও আটকানো হয়েছিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)