পহেলগাম কাণ্ডের দু’মাসও অতিক্রান্ত হয়নি। পাকিস্তানের সঙ্গে আমেরিকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা রক্তচাপ বাড়াচ্ছে সাউথ ব্লকের।
আমেরিকার সেন্ট্রাল কমান্ডার মাইকেল কুরিলা সন্ত্রাস দমনে পাকিস্তানকে ‘অনন্য সহযোগী’ বলে উল্লেখ করেছেন আমেরিকার সেনেটের সামনে। পাশাপাশি সে দেশের সেনা দিবস উদ্যাপনে যোগ দিতে পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আসিম মুনির আমেরিকা যাচ্ছেন বলে সূত্রের খবর। এই জোড়া ধাক্কা নিয়ে প্রশ্ন করা হলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল আজ বলেন, “সন্ত্রাসবাদে পাকিস্তানের রেকর্ড সবার কাছে স্পষ্ট। ২৬/১১-র চক্রী তাহাউর রানাকে ভারতে ফেরানো হয়েছে। কেউ ভোলেনি ওসামা বিন লাদেনকে কে আশ্রয় দিয়েছিল।”
বিষয়টি নিয়ে সরব হয়েছে কংগ্রেস। দলের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলেন, “আমেরিকার হাতে তিনটি ধাক্কা খেয়েছে ভারতের কূটনীতি। প্রথম ধাক্কা, আমেরিকার সেনাকর্তা মাইরেল কুরিলার পাকিস্তানকে সন্ত্রাস রোধে অনন্য সহযোগী হিসাবে বর্ণনা করা। দ্বিতীয়ত আসিম মুনিরের আমেরিকায় আমন্ত্রণ পাওয়া। তৃতীয়ত আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র ফের ভারত-পাক সংঘাত বিরতিতে আমেরিকার ভূমিকা প্রচার করেছেন।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)