‘বন্ধু’ গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকায় তদন্ত চলছে। সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে টুঁ শব্দটি করতে পারছেন না বলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ অভিযোগ তুললেন।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ থামিয়েছেন বলে ৩০ বার দাবি করেছেন। তার পরে ভারতের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন। আজ তার উপরে রাশিয়া থেকে তেল কেনার জরিমানা হিসেবে আরও ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন। তার আগেই রাহুল অভিযোগ করেন, দেশকে বুঝতে হবে, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের বারবার হুমকি সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদী তাঁর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছেন না, কারণ আমেরিকায় আদানির বিরুদ্ধে তদন্ত চলছে। একটি হুমকি হল, মোদী, ‘এএ’ ও রাশিয়ার সঙ্গে তেল কেনার চুক্তির মধ্যে আর্থিক লেনদেন ফাঁস করে দেওয়া হবে। তাই মোদীরহাত-পা বাঁধা।
কংগ্রেসের ব্যাখ্যা, গত নভেম্বরে নিউ ইয়র্কের আদালতে অভিযোগ উঠেছে, গৌতম আদানি ও তাঁর সংস্থা এ দেশে ঘুষ দিয়ে বরাত আদায় করেছেন। সেই প্রকল্পে আমেরিকার লগ্নিকারীদের থেকে টাকা তুলেছেন। তা নিয়ে আমেরিকায় তদন্ত চলছে। রাশিয়া থেকে সস্তায় তেল কেনার ফলে অম্বানী গোষ্ঠীর লাভ হয়েছে। তারা রাশিয়ার সস্তার অশোধিত তেল শোধন করে বেশি দামে বাইরে বেচেছে। রাহুল সে দিকেই ইঙ্গিত করেছেন। ট্রাম্প বুধবার সন্ধ্যায় আরও ২৫% শুল্ক চাপানোর পরে রাহুল বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী তাঁর দুর্বলতার জন্য দেশের স্বার্থকে অবহেলা করতে পারেন না।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)