E-Paper

চেপে ধরলাম ক্যানিস্টার, দমবন্ধ ধোঁয়া

লোকসভার স্পিকার সঙ্গে সঙ্গে হাত ধুতে বারণ করলেন। ক্যানিস্টারের মধ্যে বিষাক্ত গ্যাস বা অন্য কিছু থাকলে কী হত কে জানে! সবাই আচমকা এমন ঘটনায় চমকে গিয়েছিল।

গুরজিত সিংহ আউজলা, কংগ্রেস সাংসদ, অমৃতসর

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ ০৭:০৫
parliament security breach

সংসদে দুই অনুপ্রবেশকারীর প্রবেশের পর শুরু হয় উত্তেজনা। —ফাইল চিত্র।

বুধবার লোকসভায় তখন ‘জ়িরো আওয়ার’ শেষের দিকে। এক জন সাংসদ বলছেন। হঠাৎ দেখি, এক জন লাফিয়ে লাফিয়ে সাংসদদের আসন টপকে স্পিকারের আসনের দিকে এগিয়ে যাচ্ছে। তাকে হনুমান বেনিওয়াল ধরে ফেলল।

চিৎকার শুনে পিছনের দিকে তাকিয়ে দেখি আর এক জন ভিজিটর্স গ্যালারি থেকে লাফিয়ে নেমে জুতো খুলছে। আমি দ্বিতীয় জনকে ধরার জন্য এগিয়ে গেলাম। ততক্ষণে ছেলেটি স্মোক ক্যানিস্টার খুলে ফেলেছে। রঙিন ধোঁয়া বার হতে শুরু করেছে। ক্যানিস্টারটা চেপে ধরলাম। কিছু ক্ষণের জন্য ধোঁয়ায় দম বন্ধ হয়ে গেল। আমি ওটা কেড়ে নিয়ে বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করছিলাম। ছেলেটি ‘তানাশাহি বন্ধ করো’ বলে স্লোগান দিচ্ছিল। পরে দেখলাম হাতে হলুদ রং ভরে গিয়েছে। গন্ধ বেরোচ্ছে।

লোকসভার স্পিকার সঙ্গে সঙ্গে হাত ধুতে বারণ করলেন। ক্যানিস্টারের মধ্যে বিষাক্ত গ্যাস বা অন্য কিছু থাকলে কী হত কে জানে! সবাই আচমকা এমন ঘটনায় চমকে গিয়েছিল। পরে কী কী হতে পারত ভেবে সকলেরই মনে হচ্ছে, একটা বড় ফাঁড়া গেল। নিরাপত্তায় এর থেকে বড় খামতি আর হয় না।

পুরনো সংসদ ভবন থেকে নতুন সংসদে ভবনে আসার পরেই নানা সমস্যা। কখনও লিফ্‌ট বন্ধ। এখানে একই গেট দিয়ে সবাই ঢুকছে। নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। পুরনো ভবনে এমন ছিল না।

(ইনিই লোকসভায় ঝাঁপিয়ে পড়া দ্বিতীয় যুবককে ধরে ফেলেন)

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Parliament Security Breach parliament

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy